img

Follow us on

Sunday, Jan 19, 2025

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের 'ডিজিটাল অবতার', শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

বর্তমানে এই অবতার বানানোর ট্রেন্ডটি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

img

প্রতীকী ছবি

  2022-07-26 13:32:39

মাধ্যম নিউজ ডেস্ক: ফের নতুন ফিচার হোয়াটসঅ্যাপে (WhatsApp)! জানা গিয়েছে এবারে ‘অবতার’ (Avatar) সেকশনের জন্য কাজ শুরু করে দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এরকম নিজের অবতার বানানো যায় ফেসবুক (Facebook), স্ন্যাপচ্যাটে (Snapchat)। এবারে হোয়াটসঅ্যাপেও এই মজাদার ফিচারটি আসতে চলেছে। বর্তমানে এই অবতার বানানোর ট্রেন্ডটি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের প্ল্যাটফর্মটিতে প্রায়শই একাধিক ফিচার যুক্ত করে থাকে। এর মধ্যে অনেক ফিচার বেশ মজাদারও হয়। বেশ কয়েকটি রিপোর্ট থেকে জানা গেছে যে, মেটা (Meta) মালিকানাধীন কোম্পানিটি এবার আনতে চলেছে ডিজিটাল অবতার ফিচার। এছাড়াও আরও জানা গিয়েছে এই ফিচারে ভিডিও কলের সময় অবতারের ছবিটি মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। এবং পরে এটিকে স্টিকার হিসেবেও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে আপডেটের মাধ্যমে এই ফিচার মেসেজিং প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

সেকশনটিকে ইতিমধ্যেই সংস্থার অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৬.১১-এ দেখা গেছে যা গুগল প্লে (Google Play) বিটা প্রোগ্রামের মাধ্যমে উপলব্ধ। এই ফিচারটি যুক্ত করা হলে ব্যবহারকারীরা নিজেদের অবতার তৈরি এবং কাস্টমাইজ করার পাশাপাশি সেগুলিকে স্টিকার হিসেবে ও ভিডিও কলে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে। জানা গিয়েছে এখনও ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। এমনকি এখনও বিটা টেস্টারদের জন্যও উপলব্ধ হয়নি ফিচারটি। এই ফিচারটি হোয়াটসঅ্যাপের জন্য একেবারেই নতুন। তাই এটি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত হতে প্রায় অনেকটাই সময় লেগে যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ বর্তমানে একাধিক নতুন নতুন ফিচারের ওপর কাজ করে চলেছে। অ্যাপটিকে আরও আকর্ষিত করার জন্যে হোয়াটসঅ্যাপ সংস্থা একের পর এক বৈশিষ্ট যোগ করছে। এছাড়াও এটি ইউজারদের নিরাপত্তাও দিয়ে থাকে। তাই তো হেয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। তবে এবারের ফিচারটি একেবারে নতুন, তাই ইউজাররা এই ফিচার ব্যবহার করার জন্যে যথেষ্ট উৎসুক।  

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন 'ভয়েস নোট', নতুন ফিচার লঞ্চ সংস্থার

 

 

 

Tags:

WhatsApp

WhatsApp Avatar Featue


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর