img

Follow us on

Thursday, Nov 21, 2024

Facebook Shut Instant Articles: ২০২৩ সাল থেকেই ফেসবুকে বন্ধ হতে পারে চটজলদি খবর পড়া

২০১৫ সালে এই ইনস্ট্যান্ট আর্টিকেল পড়ার জন্য এই ফিচারটি যুক্ত করেছিল তা ২০২৩ সালেই বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে...

img

প্রতীক চিত্র

  2022-11-02 23:23:38

মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ফেসবুক মালিকাধীন মেটা ঘোষণা করেছে যে,ফেসবুক প্ল্যাটফর্মে  'ইনস্ট্যান্ট আর্টিকেল' ফর্ম্যাটের ফিচারটি বন্ধ করবে, কারণ কোম্পানিটি সংবাদ-সম্পর্কিত ব্যবসা থেকে সরে গিয়ে টিকটকের মতো শর্ট ভিডিও প্ল্যাটফর্মের দিকে মতো ফোকাস করছে।

২০১৫ সালে এই ইনস্ট্যান্ট আর্টিকেল পড়ার জন্য এই ফিচারটি যুক্ত করেছিল তা ২০২৩ সালেই বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। সাধারণত ফেসবুক অ্যাপের ফিডে কোন সংবাদের লিংকে ক্লিক করলে ওই ওয়েবসাইট লোড হয়। যা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট আর্টিকেল থাকলে অ্যাপের ভেতরে খুব দ্রুত সংবাদটি পড়া যায়।

 

ফেসবুক সূত্রে জানা গিয়েছে,নিউজ ফিডে আসা সংবাদের লিংকের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ খুবই কম। এছাড়া মোট ব্যবহারকারীর মাত্র ৩ ভাগ এসব লিংকে ক্লিক করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিষেবা বন্ধ হলে যে সকল ডিজিটাল মিডিয়া ফেসবুকের ওপর নির্ভরশীল তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। যার প্রভাব সরাসরি সামাজিক মাধ্যমের ওপরেও পড়তে পারে। ইনস্ট্যান্ট আর্টিকেল সেবার মাধ্যমে প্রকাশকদের বিজ্ঞাপনের লভ্যাংশ শেয়ার করতো জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। সংস্থাটি এখন সংবাদ প্রকাশকদের তাদের কৌশলগুলি পরিবর্তন করার জন্য ছয় মাস সময় দিচ্ছে।

 

ফেসবুক নতুন নতুন নিউজ ট্যাব চালু করেছিল যা ব্রেকিং নিউজ সহ অন্যান্য বিষয়গুলির মধ্যে একটি অংশ স্থানীয় সংবাদ বিভাগের জন্য দিয়েছিল। মেটা জানিয়েছে যে, এটি তারা অ্যালগরিদমের উপর গবেষণা করে দেখেছে যে নিউজ বুলেটিন থেকে টিকটকের মতো শর্ট ভিডিওতে বেশী মুনাফা করা যায়। সেহেতু সংস্থাটি শর্টভিডিওতে পুনরায় ফোকাস করবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Mark Zuckerberg

Facebook

Facebook Shut Instant Articles

Instant Articles


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর