img

Follow us on

Sunday, Jan 19, 2025

Microsoft Excel: নতুন ফিচার আসছে মাইক্রোসফট এক্সেলে, সময় বাঁচবে অনেকটাই

সম্প্রতি "ফর্মুলা সাজেশন" এবং "ফর্মুলা বাই এক্সাম্পেল" এই নামের দুটি ফিচার যোগ করেছে উইন্ডোজের নির্মাতা

img

প্রতীকী ছবি

  2022-12-29 16:39:25

মাধ্যম নিউজ ডেস্ক: যে কোনও অফিসিয়াল কাজ মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) ছাড়া হয়না বললেই চলে। একথা বলাই যায় যে অফিস মানেই এক্সেল। এই এক্সেলের কাজ করা যাতে আরও সহজ হয় সেই ব্যবস্থাই করছে সংস্থা। আসতে চলেছে নতুন ফিচার।
ইতিমধ্যে মাইক্রোসফট ঘোষণা করেছে যে এক্সেলের ফিচারগুলি  আরও বেশি আধুনিক হবে। সম্প্রতি "ফর্মুলা সাজেশন" এবং "ফর্মুলা বাই এক্সাম্পেল" এই নামের দুটি ফিচার যোগ করেছে উইন্ডোজের নির্মাতা। বিশেষজ্ঞ মহল মনে করছে এই দুটি ফিচারে কাজ করা আরও সহজ হবে। তবে সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে আপাতত কেবল মাইক্রোসফট ৩৬৫-এর মধ্যে থাকা এক্সেল সফটওয়্যারের ওয়েব ভার্সনেই মিলবে এই নতুন ফিচারগুলো।

আরও পড়ুন: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে 

 

ফিচারগুলির কাজ কী হবে

ফর্মুলা সাজেশন নামের এই ফিচারটির সম্পর্কে জানা যাচ্ছে যে এক্সেলে যে কোন সেলে সমান চিহ্ন টাইপ করলে আশেপাশে ডেটার ভিত্তিতে সম্ভাব্য ফর্মুলাগুলো সম্পর্কে জানান দেবে এই ফিচারটি।
সংস্থা সূত্রে খবর যে আপাতত কেবল ইংরেজিতেই কাজ করবে এই ফর্মুলা সাজেশন। ফিচারটি যোগফল নির্ণয় করতে, গড় নির্ণয় করতে, মোট সংখ্যা বের করতে, সর্বোচ্চ সর্বনিম্ন বিভিন্ন বিষয় নির্ধারণের জন্য যে ফর্মুলাগুলো রয়েছে, সেগুলো পরামর্শ আকারে দেখাবে ব্যবহারকারীকে। এই ফিচারের ফলে এক্সেল ব্যবহারকারীদের সময় অনেকটাই বাঁচবে বলে মনে করছে সংস্থা।
অন্যদিকে "ফর্মুলা বাই এক্সাম্পেল" ফিচারটিও নতুন ধরনের।

আরও পড়ুন: ৩১ ডিসেম্বর থেকে এই ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো? দেখুন তালিকা


সংস্থা সূত্রে জানা গেছে এটি ডেটার মধ্যে প্যাটার্ন চিহ্নিত করে ওই নির্দিষ্ট কলামের বাকি অংশ পূরণ করতে পারবে।
সংস্থার সূত্রে জানা গেছে যে এখনও সমস্ত ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু হয়নি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Microsoft Excel