Passkey: আগামিদিনে পাসওয়ার্ডহীন যে প্রযুক্তিটি নিয়ে আসছে এই তিন কোম্পানি তার প্রক্রিয়া আগের থেকে আরও সহজ হবে বলেই বিশ্বাস গবেষকদের।
পাসওয়ার্ড
মাধ্যম নিউজ ডেস্ক: তিনটি বড় প্রযুক্তি কোম্পানি পাসওয়ার্ড দিয়ে লগইন পদ্ধতিকে সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গুগল (Google), অ্যাপল (Apple) এবং মাইক্রোসফ্ট (Microsoft) এমন এক নতুন যুগের সূচনা করতে প্রতিজ্ঞাবদ্ধ, যেখানে আপনার কম্পিউটার, ফোন বা ট্যাবে কোন পাসওয়ার্ড (Password) দিতে হবে না। কিছু বছর আগেও কম্পিউটার বা ফোনে পাসওয়ার্ড দিয়েই নিশ্চিন্ত থাকতেন সবাই। বিশ্বাস ছিল 'পাসওয়ার্ড প্রোটেক্টেড' গ্যাজেটে সাইবার ক্রাইমের (Cyber Crime) ভয় নেই। কিন্তু এখন পাসওয়ার্ড দেওয়া থাকলেও আপনার গ্যাজেটটির হ্যাক হওয়ার ভয় কোন অংশে কম নয়। আজকাল খুব সহজেই অ্যাক্সেস করা যায় যেকোন পাসওয়ার্ড। এই সমস্যার সমাধান করতেই এই তিন প্রযুক্তি জায়ান্ট পাসওয়ার্ডহীন একটি সাধারণ সাইন ইন স্ট্যান্ডার্ড আনার পরিকল্পনা করেছে। পাসওয়ার্ডহীন এই সাইনইন স্ট্যান্ডার্ডটি (Passwordless Sign in Standard) যৌথভাবে তৈরি করেছে FIDO Alliance এবং World Wide Web Consortium।
অ্যাপলের পণ্য বিপণন শাখার সিনিয়র ডিরেক্টর কার্ট নাইট এ বিষয়ে বলেন, "আমরা আমাদের পণ্যগুলিকে ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করি। কিন্তু আমাদের ক্রেতাদের ব্যক্তিগত সুরক্ষা প্রদান করতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" FIDO Alliance- এর প্রেসিডেন্ট, সম্পাথ শ্রীনিবাস, একটি ব্লগ পোস্টে লেখেন, "পাসকি আমাদেরকে পাসওয়ার্ডহীন ভবিষ্যতের আরও কাছাকাছি নিয়ে যাবে। আমরা এক দশকেরও বেশি সময় ধরে এই নিয়ে গবেষণা করছি।"
আগামিদিনে পাসওয়ার্ডহীন যে প্রযুক্তিটি নিয়ে আসছে এই তিন কোম্পানি তার প্রক্রিয়া আগের থেকে আরও সহজ হবে বলেই বিশ্বাস গবেষকদের। আপনি যেভাবে পিন বা প্যাটার্ন কি দিয়ে আপনার ফোনটি আনলক করেন, সেভাবেই একটি সাধারণ 'পাসকি' (Passkey) দিয়ে খুলতে পারবেন ফোন বা ল্যাপটপ সহ একাধিক অ্যাপ্লিকেশন।
পাসকি আদতে উন্নত মানের ক্রিপটোগ্রাফিক টোকেন বা ফাস্ট আইডি অনলাইন (FIDO)।
এই পাসকির সুবিধা চালু হলে ব্যবহারকারীরা দুটি উপায়ে উপকৃত হবেন৷ প্রথমত, তাদের প্রতিটি পরিষেবার জন্য পাসওয়ার্ড মুখস্ত করতে হবে না। এমনকি কেউ পাসওয়ার্ড মনে রাখতে পারদর্শী হলেও, তারা বেশিরভাগ ক্ষেত্রেই একাধিক অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এতে সুরক্ষার সাথে আপস করা হয়। নতুন প্রযুক্তিতে সেই সমস্যা থাকবে না। দ্বিতীয়ত, পাসওয়ার্ডহীন সিস্টেম হ্যাক করা দুর্বৃত্তদের জন্যেও খুব একটা সহজ হবে না।
অ্যাপল, গুগল এবং মাইক্রোসফ্টের সমস্ত ব্যবহারকারীদের জন্য আগামী বছর চালু করা হবে পাসওয়ার্ডহীন প্রমাণীকরণ সিস্টেমটি। একটি পাসকি দিয়েই যেকোন অ্যাকাউন্টে সাইন ইন করা যাবে। সে জিমেল (Gmail), ফেসবুক (Facebook), আউটলুক (Outlook) যাই হোক না কেন। এমনকি ফোন হারিয়ে গেলেও পাসকিগুলিকে ক্লাউড ব্যাকআপের মাধ্যমে একটি নতুন ডিভাইসে সিঙ্ক করা যেতে পারে, এমনটাই জানাচ্ছে গুগল।