img

Follow us on

Sunday, Jan 19, 2025

Samsung Credit Card: ভারতে লঞ্চ করা হল 'স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড', কী কী সুবিধা পাবেন ক্রেতারা?

অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ভিসা’র সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্রেডিট কার্ড লঞ্চ করেছে স্যামসাং কর্তৃপক্ষ।

img

samsung_creduit_card_1200x768

  2022-09-27 10:14:30

মাধ্যম নিউজ ডেস্ক: স্যামসাং (Samsung) এবারে তার গ্রাহকদের জন্য এক খুশির খবর নিয়ে এসেছে, যাতে গ্রাহকদের স্যামসাং প্রোডাক্ট কিনতে গেলে মিলবে কিছু বাড়তি সুবিধা। এবারে ভারতের গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড (Credit Card) লঞ্চ করেছে স্যামসাং। এতদিন বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট লঞ্চের দিকেই বিশেষ নজর রেখেছিল দক্ষিণ কোরিয়ার (South Korea) এই সংস্থা। কিন্তু ক্রেতাদের প্রোডাক্ট কেনার ক্ষেত্রেও বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ভিসা’র (Axis Bank & Visa) সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্রেডিট কার্ড লঞ্চ করেছে স্যামসাং কর্তৃপক্ষ।

এর ফলে কী কী সুবিধা আপনারা পেতে চলেছেন?

জানা গিয়েছে, সারাবছর ধরে এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে স্যামসাংয়ের বিভিন্ন প্রোডাক্টের দামে এবং সার্ভিসের ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ইএমআই এবং নন-ইএমআই ট্রানজাকশনের (EMI & Non-EMI transaction) ক্ষেত্রে বিভিন্ন আকর্ষণীয় অফারের সঙ্গে এই ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এর পাশাপাশি স্যামসাংয়ের যেকোনও প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সময় এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা রিওয়ার্ড পাবেন। সেভাবেই তৈরি করা হয়েছে এই ক্রেডিট কার্ড। স্যামসাং-এর বিভিন্ন গ্যাজেট, প্রোডাক্ট-এর পাশাপাশি স্যামসাংয়ের বিভিন্ন সার্ভিস যেমন- সার্ভিস সেন্টারের পেমেন্ট, স্যামসাং কেয়ার প্লাস মোবাইল প্রোটেকশন প্ল্যান, ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো- ইত্যাদি ক্ষেত্রেও ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

কোথায় কোথায় ব্যবহার করা যাবে এই কার্ড?

বিভিন্ন অফলাইন সংস্থা যারা স্যামসাংয়ের প্রোডাক্ট বিক্রি করে Pine Labs এবং Benow payment- এর মাধ্যমে, সেখানেও ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে। এর পাশাপাশি Samsung.com, Samsung Shop App এবং জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অথরাইজড স্যামসাং সার্ভিস সেন্টারেও স্যামসাংয়ের এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া সম্ভব।

স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড

এই কার্ডের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ভিসা সিগনেচার এবং ভিসা ইনফিনিট (Visa Signature and Visa Infinite)। সিগনেচার ভ্যারিয়েন্টে, গ্রাহকরা ২৫০০ টাকার মাসিক ক্যাশব্যাক সহ বার্ষিক ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ইনফিনিট ভ্যারিয়েন্ট কার্ডে ২০ হাজার টাকা এবং মাসে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা। এখানে বলা হয়নি যে, একটি নির্দিষ্ট পরিমাণে ক্রয় করলেই তারপর আপনি এই ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ যাদের কাছেই এই কার্ড থাকবে তারা স্যামসাংয়ের ছোট কেনাকাটাতেও ১০ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। আবার তারা স্যামসাং ইকোসিস্টেমের বাইরে খরচ করার জন্য এজ রিওয়ার্ড পয়েন্টও (Edge Reward Points) পাবেন।

কীভাবে এই স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড (Samsung Axis Credit Card) পাবেন?

গ্রাহকরা স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ওয়েবসাইট www.samsung.com/in/samsung-card-এর মাধ্যমে কার্ডের জন্য আবেদন করতে পারেন। খুব শীঘ্রই এই কার্ডের জন্য আবেদনপত্র খোলা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Tags:

Samsung

Axis Bank & Visa

EMI and non-EMI transactions

Edge Reward Points

Samsung Axis Credit Card

Samsung Credit Card

South Korea Company Samsung