img

Follow us on

Sunday, Jan 19, 2025

Twitter Subscription: জানেন আপনিও পেতে পারেন ট্যুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট

ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য প্রতিমাসে ভারতীয় মুদ্রায় ১৬০০ টাকার মতো চার্জ করার পরিকল্পনা করছে ট্যুইটার...

img

প্রতীকী ছবি

  2022-10-31 15:50:52

মাধ্যম নিউজ ডেস্ক:বিলিয়নেয়ার শিল্পপতি এলন মাস্ক (Elon Mask) জনপ্রিয় সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারকে (Twitter) অধিগ্রহণ করার পরেই ঘোষণা করেন যে ট্যুইটারে পলিসিগত আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ট্যুইটার সূত্রে জানা গিয়েছে, ট্যুইটার (Twitter)  তার ভেরিফায়েড সংক্রান্ত প্রক্রিয়াগুলি সংশোধন করবে। ট্যুইটার তরফে আরও জানা গিয়েছে যে, এবার থেকে ব্লূটিক অ্যাকাউন্ট বা ভেরিফায়েড অ্যাকাউন্ট টাকার বিনিময়ে সহজেই পেয়ে যাবেন ট্যুইটার ব্যবহারকারীরা। নতুন ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য প্রতিমাসে ভারতীয় মুদ্রায় ১৬০০ টাকার মতো চার্জ করার পরিকল্পনা করছে ট্যুইটার। 

 

আরও উল্লেখ্য বিষয় বর্তমানে যে সমস্ত ট্যুইটার অ্যাকাউন্টগুলো ভেরিফায়েড (Verified Twitter Account) রয়েছে।তাদের সেই ব্লু টিক টিকিয়ে রাখার জন্য ৯০ দিনের সময় দেওয়া হবে। সেই সময় সীমার মধ্যে যদি টাকা না পেমেন্ট করা হয় তাহলে ব্লুটিক(Blue Tick) মুছে দেওয়া হতে পারে। এর আগে ট্যুইটার দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছাড়াও সমাজের প্রভাবশালী ব্যক্তির প্রোফাইলকে ভেরিফায়েড করত। ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে সেই অ্যাকাউন্টকে বিশ্বাসযোগ্য বলে মনে করা হত। ট্যুইটার অ্যাকাউন্টে ব্লুটিক থাকলে তাঁদের ফলোয়ারের সংখ্যাও বাড়ত।
তবে সংবাদমাধ্যম আদৌও এই পদক্ষেপ কার্যকর হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। কারণ, এতে মাস্কের ব্যবসা ক্ষতির মুখেও পড়তে পারে। 
প্রসঙ্গত, মাস্কের ট্যুইটার চুক্তি এখনও এক সপ্তাহ পূরণ হয়নি। এরইমধ্যে মাস্ক বড়সড় পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে, তিনি ট্যুইটার থেকে CEO পরাগ আগরওয়াল ( Parag Agarwal) এবং আরও অনেক সদস্যকে সরিয়ে দিয়েছেন। বর্তমানে মাক্সের অনুরোধে  ট্যুইটার কতৃপক্ষ ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোতে (Verified Twitter Account) ট্যুইট পাবলিশ করার পরেও পুনরায় এডিট  করার অপশন দেওয়া হয়েছে। যদিও এই ফিচারটি এই মাসের শুরুতে আমেরিকা এবং ইউরোপীয়ান কিছু দেশে উপলব্ধ করা হয়েছে।

 
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 
 

Tags:

Twitter

Elon Musk

twitter subscription

blue tick

twitter account

Verified Account


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর