ভারতে ৫০ কোটিরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন...
হোয়াটসআপ লোগো
মাধ্যম নিউজ ডেস্ক: নতুন আইটি নিয়ম (২০২১) লঙ্ঘনের জন্য অক্টোবর মাসে ভারতে ২৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট (WhatsApp Account) নিষিদ্ধ করার ঘোষণা করল হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই সোশ্যাল ম্যাসেজিং অ্যাপ গত অক্টোবরে ৭০১টি অভিযোগ পেয়েছে, যার মধ্যে ৩৪টি অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ২৮০ থেকে বেড়ে ৪২০ হচ্ছে ট্যুইট ক্যারেক্টারের সংখ্যা! কী বলছেন ইলন মাস্ক?
ভারতের এক হোয়াটসঅ্যাপ অধিকর্তা বলেছেন, "আইটি নিয়ম ২০২১ অনুসারে, আমরা ২০২২ সালের অক্টোবর মাসের রিপোর্ট প্রকাশ করছি। এই রিপোর্ট অনুযায়ী গত অক্টোবর মাসে ২৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট (WhatsApp Account) নিষিদ্ধ করা হয়েছে।"
We have published our report for October containing details of user complaints received and corresponding actions taken by WhatsApp, as well as our own preventive actions to combat abuse on our platform. WhatsApp banned over 2.3 million accounts in October: WhatsApp Spokesperson pic.twitter.com/DEAC7Nv37Q
— ANI (@ANI) November 30, 2022
আরও পড়ুন: আরও এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, জানুন কন্ট্যাক্ট কার্ড সম্পর্কে
প্রসঙ্গত, ভারতে ৫০ কোটিরও বেশি হোয়াটসআপ (WhatsApp Account) ব্যবহারকারী রয়েছেন। তাদের রিপোর্ট অনুযায়ী, এদেশে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ২৩.২৪ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (WhatsApp Account) নিষিদ্ধ করেছে তারা ৷
এটা হতে পারে যে কিছু অ্যাকাউন্ট ভুলবশত নিষিদ্ধ হয়ে গেছে। কোনও সতর্কতা ছাড়াই। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ (WhatsApp Account) খোলার সময় আপনি নিম্নলিখিত বার্তাটি দেখতে পাবেন - “আপনার ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সাহায্যের জন্য যোগাযোগ করুন।"
আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটি (WhatsApp Account) ভুলবশত বা কোনও কারণ ছাড়াই নিষিদ্ধ করা হয়েছে,তাহলে আপনাকে “wa@support.whatsapp.com”-এ ইমেল করতে হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।