img

Follow us on

Saturday, Nov 23, 2024

WhatsApp Beta: চলছে পরীক্ষা, শীঘ্রই নতুন ২১টি ইমোজি নিয়ে হাজির হবে হোয়াটসআপ

iOS, Android , Windows সহ একাধিক প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশনটির কানেকশন টেস্টিং শুরু হয়েছে...

img

প্রতীকী ছবি

  2022-12-06 11:09:15

মাধ্যম নিউজ ডেস্ক: WhatsApp-এর 2.22.25.12 ভার্সন এখন Google Play Beta প্রোগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে।  সম্প্রতি iOS, Android , Windows সহ একাধিক প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশনটির কানেকশন টেস্টিং শুরু হয়েছে। WABetaInfo ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, অ্যাপ্লিকেশনটি বর্তমানে একুশটিরও বেশি নতুন ইমোজির উপর কাজ শুরু করেছে যা আগামীদিনের আপডেটে পাওয়া যাবে।

আরও পড়ুন: ভারতে ২৩ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কেন জানেন?

বর্তমান ইমোজিগুলিকেও ডিজাইন করার কাজ চলছে

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা (WhatsApp Beta) বেশ কয়েকটি নতুন ইমোজি যোগ করবে 2.22.8.8 আপডেট সহ সাম্প্রতিক ইউনিকোডে। পাশাপাশি, বর্তমান ইমোজিগুলিকেও নতুনভাবে ডিজাইন করার কাজ চলছে।

আরও পড়ুন: আরও এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, জানুন কন্ট্যাক্ট কার্ড সম্পর্কে

নীচের ছবিতে দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ (WhatsApp Beta) আরও আটটি ইমোজির ডিজাইন আপডেট করার পরিকল্পনা করেছে। এই ছবিতে দেখা যাচ্ছে, ২১টি নতুন ইমোজি। যা আগামীদিনের আপডেটে পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ (WhatsApp Beta) ৮টি পুরনো ইমোজি নতুনভাবে ডিজাইন করেছে এবং সেগুলি ইতিমধ্যেই এই বিটা ভার্সেনে দেখা যাচ্ছে।


কিছু ইউজার যাঁরা Google Play থেকে নতুন আপডেটেট বিটা ভার্সেন আপলোড করেছেন, তাঁরা আটটি নতুন ইমোজি দেখতে পাবেন। কিন্তু বাকি একুশটি এই মুহূর্তে দেখা যাবে না।

আরও পড়ুন: নিজেকেই মেসেজ করার নতুন ফিচার 'মেসেজ ইওরসেলফ' আনল হোয়াটসঅ্যাপ

Stable version কবে আসবে, সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে না। সবটাই টেস্টিং-এর পর্যায়ে রয়েছে। কোনও উল্লেখযোগ্য সমস্যা খুঁজে না পাওয়া গেলে এটি শীঘ্রই পাওয়া যাবে।

আরও পড়ুন: স্ক্রিনশট ব্লক থেকে গ্রুপের সদস্য সংখ্যা বাড়ানো, হোয়াটসঅ্যাপের পাঁচটি নয়া ফিচার সম্পর্কে জানুন...

তারিখ অনুসারে মেসেজ সার্চ করার বৈশিষ্ট্য WhatsApp বিটা ইতিমধ্যেই iOS-এ পরীক্ষা করা শুরু করেছে। ব্যবহারকারীরা সরাসরি একটি নির্দিষ্ট দিনের বার্তাগুলি খতিয়ে দেখতে পারবেন। বৈশিষ্ট্যটির সাহায্যে একটি চ্যাট সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ সন্ধান করা সহজ হবে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Tags:

WhatsApp Beta

New Imoji


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর