img

Follow us on

Saturday, Nov 23, 2024

WhatsApp Down: আচমকা ভারতে স্তব্ধ হোয়াটসঅ্যাপ পরিষেবা! কী এমন ঘটল?

দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে সেই অভিযোগ।

img

WhatsApp Down

  2022-10-25 13:59:57

মাধ্যম নিউজ ডেস্ক: হঠাৎ করেই স্থির হয়ে গেল হোয়াটসঅ্যাপ (WhatsApp Down)। এই নিয়ে বিশ্বব্যাপী শোরগোল পড়ে গিয়েছে। আজ, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করেই পরিষেবা বন্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপে। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা ‘মেটা’র এই ম্যাসেঞ্জার পরিষেবা ভারতে বিপুল ভাবে ব্যবহার করা হয়। বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্যও এই সংস্থার উপর নির্ভর থাকতে হয়। ফলে এভাবে থমকে যাওয়ায় বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত মেটা (Meta) সংস্থার তরফে এই গোলমালের কারণ জানা যায়নি।   

এমনকি বিভিন্ন অফিসের কাজে, শিক্ষা ক্ষেত্রেও এই পরিষেবা ব্যবহার করা হয়। আচমকা পরিষেবা থমকে যাওয়ায় (WhatsApp Down) কাজে সমস্যা দেখা দিতে শুরু করেছে বিভিন্ন ক্ষেত্রে। দেশ জুড়ে ব্যবহারকারীরা অভিযোগ জানাতেও শুরু করেছে। তবে এই ঘটনার প্রায় আধ ঘণ্টা পরও সংস্থার তরফে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। হোয়াটসঅ্যাপ স্বাভাবিক অবস্থায় ফিরতে কত সময় লাগবে তা স্পষ্ট নয়।

তবে শুধুমাত্র স্মার্টফোনেই নয়, হোয়াটসঅ্যাপ ওয়েব এবং হোয়াটসঅ্যাপ ডেস্কটপেও পরিষেবা বন্ধ রয়েছে। প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের প্রায় ৫০০ মিলিয়ন ব্যবহারকারী শুধুমাত্র ভারতেই আছে এবং বিশ্বব্যাপী ২.৫ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কয়েক মিনিটে ১১ হাজারেরও বেশি ব্যবহারকারী হোয়াটস্যাপের এই গোলযোগের কথা জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এই অভিযোগ। অনেকেই জানিয়েছেন, হোয়াটস্যাপ গ্রুপে পাঠানো মেসেজ ডেলিভার হচ্ছে না। কেউ আবার বলেছেন, ব্যক্তিগত ভাবে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজের সিঙ্গল টিকও হচ্ছে না।

এদিকে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের পরিষেবা বন্ধ নিয়ে ট্যুইটারে মিম-এর বন্যা বয়ে চলেছে।

Tags:

WhatsApp Down


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর