img

Follow us on

Sunday, Sep 08, 2024

WhatsApp: স্ক্রিন শেয়ারিংয়ের সময় অডিও সাপোর্ট মিলবে হোয়াটসঅ্যাপে, জানেন এর সুবিধা?

Screen Sharing with Audio: হোয়াটসঅ্যাপ-এ নতুন আপডেট, স্ক্রিন শেয়ারিংয়ের সঙ্গে অডিও সাপোর্ট

img

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার।

  2024-07-19 12:28:59

মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আনছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আপডেট হচ্ছে নানান ফিচার। গ্রাহকদের সুবিধার কথা ভেবে নতুন ফিচার যোগ করে মেটার অন্তর্গত এই মেসেজিং অ্যাপটি। ভিডিয়ো কল থেকে শুরু করে টাকা পাঠানো, সবক্ষেত্রেই পরিবর্তন এনেছে এই ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি ৷ চালু ফিচারেও আন হয় নিত্য আপডেট। এবার যেমন ভিডিও কলিং ফিচারটি নিয়ে পদক্ষেপ করল সংস্থাটি। নয়া আপডেটের ফলে ভিডিও কলে এবার থেকে সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করা যাবে। এছাড়াও এবার থেকে স্ক্রিন শেয়ারিংয়ের সময়ও অডিও সাপোর্ট মিলবে। 

স্ক্রিন শেয়ারিংয়ের সময় অডিও সাপোর্ট (WhatsApp)

গত বছরই হোয়াটসঅ্য়াপে ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং সাপোর্ট (Screen Sharing with Audio) চালু করা হয়। যার ফলে ইউজাররা কোনও হোয়াটসঅ্যাপ (WhatsApp) কলে একটি ভিডিও শেয়ার করতে পারেন কনট্যাক্টসে থাকা ইউজারদের সঙ্গে। এবার নয়া আপডেটে তাতে যুক্ত হল অডিও সাপোর্টও। পাশাপাশি বাড়ানো হয়েছে ভিডিও কলের অংশগ্রহণকারীদের সংখ্যা। এবার থেকে সর্বোচ্চ ৩২ জন কলে অংশ নিতে পারবেন। এর আগে উইন্ডোজ মোবাইলের ক্ষেত্রে ১৬ ও ম্যাকের ক্ষেত্রে ১৮টির বেশি ইউজার অংশ নিতে পারতেন না। নয়া নিয়মে একলাফে অনেকটাই বাড়ল সেই সংখ্যা। এর সঙ্গে রয়েছে স্পিকার স্পটলাইট নামের ফিচার। যার সাহায্যে ভিডিও কলের সময় আপনা থেকেই যিনি কথা বলছেন তাঁকে হাইলাইট করা হবে। নতুন এই সুবিধা উইন্ডোজ ও মোবাইল দু’টি ক্ষেত্রেই পাওয়া যাবে৷ 

আরও পড়ুন: আসন্ন প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের সেরা বাজি কারা?

একের পর এক পরিবর্তন (WhatsApp)

এটাই প্রথম নয়, আগেও ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের (WhatsApp) একাধিক ফিচার আপগ্রেড হয়েছে। ২০২৩ সালে স্ক্রিন শেয়ারিংয়ের (Screen Sharing with Audio) সুবিধা এনেছিল হোয়াটসঅ্যাপ৷ ২০১৫ সাল থেকেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন আপডেট আসছে৷ ভিডিয়ো কল ও গ্রুপ কলের সাপোর্ট পাওয়া যাচ্ছে ৷ সম্প্রতি স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধাও এসেছে৷ ভয়েস ও ভিডিয়ো কলের কোয়ালিটি উন্নত হয়েছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়ত হোয়াটসঅ্য়াপে ফিচারের পরিবর্তন করা হচ্ছে ৷ 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

WhatsApp

bangla news

WhatsApp New Feature

Screen Sharing with Audio

WhatsApp Users Benefits


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর