ফের নতুন ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপে।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে (WhatsApp) নতুন ফিচারের তালিকা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি একাধিক নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছিল মেটা মালিকানাধীন হোয়াটস্যাপ। এবারেও আরও এক নতুন ফিচার নিয়ে এসেছে তা হল কম্প্যানিয়ন মোড (Companion Mode)। এর মাধ্যমে আপনি নিজের হোয়াটসঅ্যাপ (WhatsApp) একাধিক স্মার্টফোনের সঙ্গে লিঙ্ক করতে পারবেন এবং সেখানে সমস্ত পুরনো চ্যাটও পাওয়া যাবে।
বিভিন্ন মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তায় একেবারে উপরের দিকে রয়েছে হোয়াটসঅ্যাপ। কারণ ইউজারদের সুবিধার কথা ভেবে প্রায়ই নতুন নতুন আপডেট নিয়ে আসে এই অ্যাপ। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার এনে এই অ্যাপটি আরও যেন আকর্ষণীয় হয়ে উঠেছে। এবারের আপডেট অনুযায়ী ইউজার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে একাধিক স্মার্টফোন লিঙ্ক করতে পারেন। এর সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিভিন্ন মেসেজও স্থানান্তরিত হয়ে যাবে অন্য স্মার্টফোনে। হোয়াটসঅ্যাপ সংস্থা মেটা (META) এখন এই ফিচারটি নিয়ে কাজ করছে। আপাতত ফিচারটির বিটা ভার্সনে পরীক্ষা চলছে।
আরও পড়ুন: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন
উল্লেখ্য, বর্তমানে আপনারা ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করেন সেটি শুধুমাত্র দুই ধরনের ডিভাইস ল্যাপটপ বা কম্পিউটার এবং ট্যাবের সঙ্গে লিঙ্ক করে সেই ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। কিন্তু একটি ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পর্যন্ত একসঙ্গে অন্য কোনও ফোনে ব্যবহার করা যায় না। কিন্তু এই ফিচারটি আসলে তা আপনারা করতে পারবেন।
সম্প্রতি একাধিক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মেসেজিং অ্যাপটি। যার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় হল অনলাইন স্টেটাস লুকিয়ে রাখা। এই ফিচারের ফলে আপনি লুকিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপের 'অনলাইন স্টেটাস' (Online Status) অর্থাৎ আপনি অনলাইন আছেন কি না, তা কনট্যাক্ট লিস্টের একজন বা অনেকের বা সকলের কাছ থেকে গোপন রাখতে পারবেন। তবে এবার একাধিক স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সুবিধা পেলে ইউজাররা খুশিই হবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু একসময়ে মাত্র দুটো ফোন থেকেই এই হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার সুবিধা পেয়ে থাকবেন। তবে কবে এই ফিচারটি আসবে তা নিয়ে সংস্থা থেকে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: মেসেজ 'ডিলিট ফর এভরিওয়ানে' নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ