এই ফিচারের কী সুবিধা, জানেন কী?
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: ইউজারদের সুবিধা বা চাহিদার কথা মাথায় রেখেই নিয়মিতভাবে নতুন নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। প্রায় প্রতি মাসেই কোনও না কোনও নতুন ফিচার আনছে বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং সংস্থাটি। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের একটি ফিচার হল এখানে গ্রুপ তৈরি করা যায়। কোনও না কোনও গ্রুপের সদস্য প্রায় সকলেই। এখন আবার অফিসিয়াল কাজ, পড়াশোনা বা যে কোনও প্রয়োজনীয় ক্ষেত্রেও গ্রুপ তৈরি করা যায়। এবারে হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্যই একটি নতুন ফিচার আসতে চলেছে।
আরও পড়ুন: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার
জানা গিয়েছে, এবারে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের মেসেজ আসার সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইল ফটোও পাশে দেখা যাবে। সাধারত হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই সবার নম্বর সেফ করে না, ফলে কে কোন মেসেজ পাঠিয়েছে তা বুঝতে অসুবিধা হয়। যদি কারোর নম্বর সেফ থাকে তাতে হয়ত কোনও সমস্যা হয় না। গ্রুপের সবাইকে চিনতে বা কে কী মেসেজ পাঠাচ্ছে তার একটি প্রাথমিক পরিচয় পেলে তা বুঝতে সুবিধা হয়। আর এই সুবিধার কথা ভেবেই মেটা মালিকানাধীন সংস্থা এই ফিচারটি আনতে চলেছ যেখানে প্রোফাইল ফটোও দেখা যাবে।
WABetaInfo তরফে বলা হয়েছে, এই ফিচার আর কিছুদিনের মধ্যেই বিটা প্রোগামারদের জন্য উপলব্ধ করা হবে। এই ফিচারটি আসার পর সব সদস্যদের জন্যই এটি উপলব্ধ হবে। প্রত্যেক সদস্যের প্রোফাইল গ্রুপে দেখা যাবে। এটি বন্ধ করার কোনও অপশন নেই।
আরও পড়ুন: মোবাইল ফোনের ডেটা অফ করেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ! জানুন এই পদ্ধতি
এই নতুন ফিচার খুব শীঘ্রই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। যদিও হোয়াটসঅ্যাপ থেকে এখনও কিছু জানানো হয়নি যে কবে এই ফিচারগুলো স্মার্টফোনে আসতে চলেছে। এগুলো এখনও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর আগেও হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যা বাড়িয়ে করেছে ৫১২।
Tags: