img

Follow us on

Sunday, Jan 19, 2025

WhatsApp: মোবাইল ফোনের ডেটা অফ করেও ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ! জানুন এই পদ্ধতি

এবার উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেম থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য একটি স্বতন্ত্র অ্যাপ নিয়ে আসতে চলেছে।

img

প্রতীকী ছবি

  2022-08-19 14:55:54

মাধ্যম নিউজ ডেস্ক: এবারে উইন্ডোজ (Windows) ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ (WhatsApp) খুব শীঘ্রই আনতে চলেছে নেটিভ অ্যাপ। অর্থাৎ এবার থেকে আপনার ল্যাপটপ থেকে মেসেজ পাঠাতে, রিসিভ করতে ইত্যাদি প্রয়োজনীয় কাজ করতে সবসময় আর মোবাইল ফোনের দরকার পড়বে না। কম্পিউটারের সঙ্গে আর লিঙ্ক করতে হবে না মেসেজিং প্ল্যাটফর্মটি। লিঙ্ক না করেই খুব সহজে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে এই নেটিভ অ্যাপ ডাউনলোড করে অন্যান্য অ্যাপের মতোই ব্যবহার করা যাবে।

এতদিন পর্যন্ত, হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ওয়েবের সাহায্যে কম্পিউটারে ব্যবহার করা যেত। তবে এর জন্য ফোনেও ডেটা অন করে রাখতে হত। নতুন অ্যাপের সাহায্যে সেটার আর দরকার হবে না। GSM Arena অনুসারে, ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে মোবাইল ফোনকে আর পাশে রাখতে হবে না।

আরও পড়ুন: লুকিয়ে অন্যের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখতে চান? এর পদ্ধতি জেনে নিন

হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে, ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ওয়েব-বেসড ডেস্কটপ অ্যাপ (হোয়াটসঅ্যাপ ডেস্কটপ) থেকে বা ব্রাউজার-বেসড অ্যাপ (হোয়াটসঅ্যাপ ওয়েব) থেকে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ব্যবহার করছিলেন। এবার উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেম থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য একটি স্বতন্ত্র অ্যাপ নিয়ে আসতে চলেছে।

এই অ্যাপ থাকার সুবিধা হল যে এই ক্ষেত্রে স্পিড বেড়ে যাবে। এর পাশাপাশি উইন্ডোজ অ্যাপ থাকার আর একটি বিশেষ সুবিধা হল ফোন অফলাইন থাকলেও নোটিফিকেশন, মেসেজ ইত্যাদি পেয়ে যাবে ব্যবহারকারীরা। ম্যাকবুকের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ‘Universal App’ নামে রিলিজ করা হবে।

আরও পড়ুন: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

ডেস্কটপের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ আসার পরে আপনার ফোন বন্ধ থাকলেও আপনি হোয়াটসঅ্যাপে যাবতীয় কাজ করতে পারবেন। তবে ফোন অফলাইন থাকাকালীন আপনি চারটি ডিভাইসের সঙ্গেই লিঙ্ক করতে পারবেন। কিন্তু লিঙ্ক হওয়ার ১৪ দিনের পর একাই লিঙ্ক করা ডিভাইসগুলো থেকে লগ আউট হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই অ্যাপটি বিটা পরীক্ষকদের জন্য ইতিমধ্যেই উপলব্ধ করা হয়েছে এবং মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করা যাবে। 

উইন্ডোজে নেটিভ হোয়াটসঅ্যাপ অ্যাপ কানেক্ট করতে হলে, প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপর মেনু থেকে লিঙ্কড ডিভাইস অপশনে যেতে হবে। সেখান থেকে, কম্পিউটারে উইন্ডোজ হোয়াটসঅ্যাপ অ্যাপের কিউআর (QR) কোড ফোন দিয়ে স্ক্যান করতে হবে। একবার স্ক্যান হয়ে গেলেই হবে। এর পরে, ফোন অফলাইনে থাকলেও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। 

Tags:

WhatsApp

New Feature


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর