img

Follow us on

Sunday, Jan 19, 2025

WhatsApp: ভুলবশতঃ হোয়াটস্যাপ মেসেজ ডিলিট করেছেন? চিন্তা নেই, আসছে নতুন ফিচার!

ডিলিটেড ম্যাসেজ আবার ফিরে পেতে হোয়াটস্যাপে আসতে চলেছে ‘আনডু’ (Undo) অপশন।

img

প্রতীকী ছবি

  2022-06-06 14:06:01

মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটস্যাপ (Whatsapp) এক বড় পদক্ষেপ নিতে চলেছে। ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে পারেন মুহূর্তের মধ্যে। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। কোনও ম্যাসেজ ডিলিট করার অপশন হোয়াটস্যাপ আপনাকে আগেই দিয়েছে অথবা কোনও ম্যাসেজ কোনও গ্রুপে ভুলবশত চলে গেলে সেটি সবার জন্য ডিলিট (Delete For everyone) করে দিতে পারেন। কিন্তু সমস্যায় তখনই পড়তে হয়, যখন ম্যাসেজটি ভুলবশত শুধুমাত্র ‘ডিলিট ফর মি’ (Delete for me) হয়ে যায়। তখনই চিন্তায় পড়ে যায় ব্যবহারকারীরা।

আরও পড়ুন: মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন

তবে এই সমস্যার দ্রুত সমাধান নিয়ে আসতে চলেছে হোয়াটস্যাপ। ডিলিটেড ম্যাসেজ আবার ফিরে পেতে ‘আনডু’ (Undo) অপশন আসতে চলেছে হোয়াটস্যাপে। নতুন বৈশিষ্ট্য আসার পর দেখা যাবে, আপনি যখন এরপর কোনও ম্যাসেজ ডিলিট করতে যাবেন, তখন ‘ডিলিট ফর মি’ (Delete for me) ক্লিক করলেই আপনার মোবাইলের স্ক্রিনে ‘আনডু’ (Undo) অপশনটি চলে আসবে। সুতরাং আপনাকে আরও একবার সুযোগ দেওয়া হয় যে আপনি ম্যাসেজটি ডিলিট করতে চান কিনা। এমন অপশন টেলিগ্রামেও দেখা যায়, যেখানে ব্যবহারকারীকে কিছু সময় দেওয়া হয় ম্যাসেজটি আবার ফিরিয়ে আনার জন্য।

আরও পড়ুন: এই ভুলটা করলেই হ্যাক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ! জেনে নিন এর থেকে বাঁচার উপায়...

হোয়াটস্যাপে শুধুমাত্র এই ফিচারের ওপর কাজ করা হচ্ছে না, কোনও ফাইল শেয়ারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে যেমন হোয়াটস্যাপ থেকে ১০০ এমবি -এর বেশি বড় ফাইল শেয়ার  করা যেত না, তেমন এখন থেকে ১০০ এমবি-এর বড় ফাইল ২ জিবি (big file sharing) পর্যন্তও পাঠাতে পারবেন। যদিও এই অপশনটি এখনও পুরোপুরিভাবে আপডেট করা হয়নি।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট হিস্ট্রি ব্যাক-আপ চাইছেন? জেনে নিন সহজ পদ্ধতি

এছাড়াও হোয়াটসঅ্যাপে আরও নতুন ফিচার যেমন- ‘এডিটিং সেন্ড চ্যাটস’ (Editing send chats), ‘সেভ ডিসঅ্যাপেয়ারিং কনভারসেশন’ (save disappearing conversation) ইত্যাদির ওপর কাজ করা হচ্ছে। এছাড়াও কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে এসেছিল। যেখানে ভয়েস মেসেজ রেকর্ডিং  পজ (Pause) করা যাবে।  এছাড়া এবার কোনও চ্যাট থেকে বাইরে বেরিয়েও ভয়েস মেসেজ শুনতে পারবেন আপনি।

অর্থাৎ, এতদিন কারও ভয়েস মেসেজ (whatsapp voice message) শুনতে হলে তার চ্যাট উইন্ডো খুলে শুনতে হত। ততক্ষণ অন্য মেসেজ চেক করা যেত না। কিন্তু এবার থেকে আপনি তা করতে পারবেন। ভবিষ্যতে আর কী কী নতুন ফিচার আসতে চলেছে সেটিই এখন দেখার।

Tags:

WhatsApp

Whatsapp Updates

Undo option

whatsapp new features

whatsapp new update

whatsapp undo deleted message