img

Follow us on

Saturday, Nov 23, 2024

WhatsApp New Feature: ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা? কেউ মেসেজ পড়ছে না তো?

WhatsApp New Feature: এতদিন যে সুবিধাটা ফোনে উপলব্ধ ছিল, সেটাই এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনে আসতে চলেছে।

img

WhatsApp New Feature

  2022-11-22 17:48:02

মাধ্যম নিউজ ডেস্ক: ইউজারদের সুরক্ষার কথা ভেবে সবসময় হোয়াটসঅ্যাপ কিছু না কিছু ফিচার নিয়ে আসে। এবারেও ব্যতিক্রম কিছু হল না। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) এবারও ইউজারদের সুবিধার্থে নতুন ফিচার লঞ্চ করার কথা জানিয়েছে (WhatsApp New Feature)। আর এবারে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেস্কটপ ভার্সনের জন্য নিয়ে আসতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনের জন্যও স্ক্রিন লক ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে আপনি ডেস্কটপেও কোনও সমস্যা ছাড়া খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

স্ক্রিন লক ফিচার উপলব্ধ মোবাইলে

এতদিন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য সুরক্ষা বজায় রাখতে এই ফিচার উপলব্ধ ছিল। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট, তথ্য ইত্যাদি সুরক্ষিত রাখতে পারেন। এই ফিচারে ব্যবহারকারীরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ স্ক্রিন আনলক করতে পারেন। অন্যদিকে আইফোন- এ হোয়াটসঅ্যাপ স্ক্রিন আনলক করা যায় টাচ আইডি বা ফেস আইডির সাহায্যে। এতদিন যে সুবিধাটা ফোনে উপলব্ধ ছিল সেটাই এবার ওয়েব ভার্সনে আসতে চলেছে হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature)।

ওয়েব ভার্সনে স্ক্রিন লক ফিচার

WaBetaInfo-এর একটি রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন এই নতুন ফিচারের উপর কাজ করছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ডেস্কটপের স্ক্রিন লক করে রাখতে পারবেন একটি পাসওয়ার্ড দিয়ে। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ ডেস্কটপে ব্যবহার করেন, তবে ধরুন আপনি কোনও কাজে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ খুলেই সেখান থেকে দূরে গেলেন, আর এদিকে আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ খোলা, তখন আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট অন্য কেউ পড়তেই পারে বা কোনও তথ্য নিয়ে নিতেই পারে। ফলে এটি আটকাতেই অর্থাৎ আপনার তথ্য, চ্যাটের সুরক্ষা আরও বাড়াতেই নতুন ফিচার আনা হচ্ছে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)। আর এর ফলে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ছেড়ে উঠলেও কেউ আপনার চ্যাট দেখতে পারবে না।

কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?

এই ফিচার চালু হয়ে গেলেই ইউজাররা যতবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে লগ-ইন করতে চাইবেন তখন প্রয়োজন হবে পাসওয়ার্ডের। তবে প্রত্যককে পাসওয়ার্ড ব্যবহার করতেই হবে, একেবারেই তেমনটা নয়। কেউ চাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন বা কেউ না করেত পারেন, ঠিক আইফোন বা অ্যন্ড্রয়েড ফোনের মতই। আবার পাসওয়ার্ড ভুলে গেলে প্রয়োজনে তা পালটে ফেলাও খুব সহজ। তবে পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে নতুন করে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে (WhatsApp New Feature)।

সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে এই ফিচারটি নিয়ে কাজ করা শুরু হয়ে গিয়েছে। তবে প্রথমে এটি তৈরি হওয়ার পর বিটা ভার্সন ব্যবহারকারীদের জন্য আনা হবে তারপর সেটা সাধারণ মানুষের জন্য আনা হবে। তবে কবে এই ফিচারটি জনসাধারণের জন্য আনা হবে, তা মেটা পক্ষ থেকে জানানো হয়নি (WhatsApp New Feature)।

Tags:

WhatsApp

WhatsApp New Feature

whatsapp web

WhatsApp for desktop


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর