প্রতি সপ্তাহেই কিছু না কিছু ফিচার আসছে হোয়াটসআপে (WhatsApp New Feature)
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহেই কিছু না কিছু ফিচার আসছে হোয়াটসআপে (WhatsApp New Feature)। বিভিন্ন নতুন ফিচার (WhatsApp New Feature) পেয়ে খুশি ইউজাররাও। নভেম্বরের শুরুতেই ভিডিও কলের মাধ্যমে যাঁরা গল্প, আড্ডা দিতে ভালোবাসেন তাঁদের জন্য সুখবর এনেছিল হোয়াটসআপ (WhatsApp New Feature), মোট ৩২ জনকে নিয়ে ভিডিও কলের সুবিধা সেসময় ঘোষণা করেছিল জুকেরবার্গের মালিকানাধীন এই সংস্থা । কয়েকদিন আগেও নতুন ইমোজি আনার ঘোষণা করেছে হোয়াটসআপ (WhatsApp New Feature)। আবার ভিডিও কল করতে করতে অন্য যেকোনও আপও এখন ব্যবহার করা যায় হোয়াটস আপের নতুন ফিচারের (WhatsApp New Feature) সৌজন্যে।
এবার হোয়াটস আপে (WhatsApp New Feature) আপনি নিজের পছন্দমত নিজেকে সাজাতে পারবেন। তৈরি করতে পারবেন নিজের স্টিকার। নিজের মুখমন্ডলে বসাতে পারবেন পছন্দমতো দাড়ি, মাথায় লাগাতে পারবেন চুল। একেই বলা হচ্ছে highly customizable avatar. এককথায় এই avatar হল আপনার ডিজিটাল ভার্সেন।
হোয়াটসআপ (WhatsApp New Feature) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, avatar এর মাধ্যমে এখন ইউজাররা নিজেকে নতুনভাবে প্রকাশ করতে পারবে। Lighting, shading, hairstyle textures এর মাধ্যমে multi-characater avatar-ও বানানো যাবে।
হোয়াটসআপে (WhatsApp New Feature) avatar সেট আপ করা হলেই , ৩৬ রকমের স্টিকার দেখাবে আপনার কাছে। যেগুলি আপনি বন্ধুদেরকে পাঠাতে পারবেন। এই avatar-এর স্টিকার আপনি নিজের হোয়াটসআপে (WhatsApp New Feature) প্রোফাইল পিকচারও করতে পারবেন। ভিডিও কলের সময়ও এই avatar-এর স্টিকার ব্যবহার করা যাবে বলেই হোয়াটসআপ (WhatsApp New Feature) সূত্রে জানা গেছে। তবে এই সুবিধা এখনই পাওয়া যাবেনা। হোয়াটসআপ (WhatsApp New Feature) সূত্রে আরও জানা গেছে, Avatar-এর রোলিং আউট চলছে, কিছুদিনের মধ্যেই ইউজাররা এটা ব্যবহার করতে পারবেন। হোয়াটসআপের (WhatsApp New Feature) সেটিং মেনুতে গিয়ে দেখতে পারবেন Avatar আছে নাকি। যদি এই অপশন দেখায় তাহলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন।
Tags: