img

Follow us on

Sunday, Jan 19, 2025

WhatsApp New Feature: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

মেসেজ ডিলিট করার ক্ষেত্রে 'ডিলিট ফর এভরিওয়ান'- এর বদলে 'ডিলিট ফর মি' অপশনে ক্লিক করে ফেললেও একটি আনডু অপশন পাবেন।

img

হোয়াটসঅ্যাপ

  2022-12-21 10:26:55

মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের জন্যে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। এবার আরও এক নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারটির নাম 'অ্যাক্সিডেন্টাল ডিলিট'। এই ফিচারে কেউ ভুল করে কোনও মেসেজ পাঠালেও তা ডিলিট করা যাবে। আমরা অনেক সময়েই ভুল করে অনেককে মেসেজ করে ফেলি। ইউজারদের এই সমস্যার সমাধান করতেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার। বর্তমানে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার জন্য দুটো অপশন পাওয়া যায়। একটি 'ডিলিট ফর মি', অন্যটি 'ডিলিট ফর এভরিওয়ান'। অনেকসময় ভুলবশত আমরা 'ডিলিট ফর এভরিওয়ান' অপশন ক্লিক করার পরিবর্তে 'ডিলিট ফর মি' ক্লিক করে ফেলি। এক্ষেত্রে সেই মেসেজ ডিলিট হয় শুধুমাত্র যে পাঠাচ্ছে তার জন্যে। রিসিভার তখনও মেসেজ দেখতে পান এবং তা আর ডিলিট করা যায় না। এই অসুবিধা দূর করতেই এসেছে নতুন ফিচার 'অ্যাক্সিডেন্টাল ডিলিট'। নতুন ইউজারদের জন্যে ইতিমধ্যেই এই ফিচার এসে গিয়েছে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দু'ক্ষেত্রেই রয়েছে এই ফিচার ।

কী সুবিধা হবে এই ফিচারে? 

মেসেজ ডিলিট করার ক্ষেত্রে 'ডিলিট ফর এভরিওয়ান'- এর বদলে 'ডিলিট ফর মি' অপশনে ক্লিক করে ফেললেও একটি আনডু অপশন পাবেন। ৫ সেকেন্ডের জন্য এই অপশন দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আনডু অপশনে ক্লিক করলে ফের মেসেজ ফিরে আসবে। তারপর ফের 'ডিলিট ফর এভরিওয়ান' অপশন ক্লিক করা যাবে। এই ফিচারে (WhatsApp New Feature) ইউজারদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: ‘বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি...’, খাড়গের মন্তব্যে উত্তাল রাজ্যসভা

এর আগে ভিউ ওয়ানস ফিচারস নিয়ে এসেছে মেসেজিং অ্যাপটি। মেসেজ একবার দেখার পরেই ডিলিট হয়ে যাবে। যিনি পাঠাবেন তাঁর কাছেও, আবার যাঁকে পাঠানো হবে তাঁর কাছেও। এটা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও এমন ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) এনেছে। সেটা এই বছরেই। আগের ফিচারটি ছিল অবশ্য ছবি এবং ভিডিও সংক্রান্ত। যেখানে ছবি বা ভিডিও একবার দেখামাত্রই ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি বা ভিডিও যখন অন্য ব্যবহারকারীদের পাঠানো হয় তখন সেই ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি বা ভিডিও পাঠালে সেটা আর হবে না। এবার এই একই ফিচার হোয়াটসঅ্যাপ নিয়ে এল মেসেজের ক্ষেত্রে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

WhatsApp

New Feature


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর