কী এই কন্ট্যাক্ট কার্ড? কী-ই বা এর উপকারিতা?
হোয়াটস আপ নতুন ফিচার
মাধ্যম নিউজ ডেস্ক: নতুন নতুন ফিচার (WhatsApp New Features) হোয়াটসঅ্যাপে এসেই চলেছে। সেরকমই হল, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট কার্ড। এটি আদতে একটি বিন্যস্ত তথ্যপুঞ্জ যা কোনও কথোপকথনে কাজে লাগবে। নিজেদের উইন্ডোজ বিটা নেটিভ অ্যাপ উন্নত করছে হোয়াটসঅ্যাপ। এখানেই থাকবে এই কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features)।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে 'ভয়েস নোট'! কবে আসবে এই নয়া ফিচার?
কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features) সম্পর্কিত সাম্প্রতিক আপডেটে যাওয়ার আগে, জেনে নেব কন্ট্যাক্ট কার্ড সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য।
কন্ট্যাক্ট লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তি সম্পর্কে কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features) সংক্ষিপ্ত তথ্য দেবে। এছাড়াও এই কন্ট্যাক্ট কার্ডের মাধ্যমে কাউকে ফোন করা, বার্তা পাঠানো এবং ইমেল করা যাবে।
কন্ট্যাক্ট কার্ডে (WhatsApp New Features) ঢুকতে হোয়াটসঅ্যাপ চ্যাট অপশনে থাকা ব্যক্তির প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর কন্টাক্ট কার্ড, উইন্ডোতে প্রদর্শিত হবে। বিভিন্ন অপশনের মধ্যে থেকে তখন আপনাকে বেছে নিতে হবে সেই অপশনটি, যেটির মাধ্যমে আপনি যোগাযোগ করতে চান ।
আরও পড়ুন: নিজেকেই মেসেজ করার নতুন ফিচার 'মেসেজ ইওরসেলফ' আনল হোয়াটসঅ্যাপ
আপনি চ্যাটে কারও সঙ্গে যদি এই কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features) শেয়ার করতে চান তাহলে এই ধাপগুলি জেনে নিন—
১) আইফোনে স্ক্রিনের নীচে + আইকন বা Android-এ পেপারক্লিপ আইকন প্রেস করুন।
২) এরপর মেনু দেখাবে, সেখানে গিয়ে কন্টাক্ট ক্লিক করুন ।
৩) iPhone-এ Done বা Android-এ Send অ্যারো-তে ট্যাপ করুন।
৪) আপনি যে তথ্যগুলি শেয়ার করতে চান না সেই তথ্যের পাশে থাকা সংশ্লিষ্ট চেকমার্কগুলির ‘টিক’ মুছে দিন। এটা হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করলে কন্ট্যাক্ট কার্ডটি হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডোতে প্রদর্শিত হবে। আপনি তখন কন্ট্যাক্ট কার্ড শেয়ার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারীরাই এখন কেবল কন্ট্যাক্ট কার্ড শেয়ারের সুবিধা পাবেন। নতুন ভার্সেন WhatsApp beta for Windows 2.2247.2.0 খুব তাড়াতাড়ি মাইক্রোসফট স্টোরে পাওয়া যাবে বলেই জানা গেছে।