WhatsApp New Features: জানুন, এই ফিচারের কী সুবিধা...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক মজাদার ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ (WhatsApp New Features)। সম্প্রতি নতুন ফিচার রোলআইট করল হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ সংস্থা ঘোষণা করেছে যে হোয়াটসঅ্যাপে এবার চালু হয়েছে 'মেসেজ ইওরসেলফ' (Message Yourself) ফিচার। নিজেকেই এবার থেকে মেসেজ করতে পারবেন আপনি। আজই হোয়াটসঅ্যাপ আপডেট করে এই ফিচার ব্যবহার করুন।
এই নতুন ফিচারের (WhatsApp New Features) সাহায্যে আপনি আপনার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিজের হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারবেন তাও আবার মেসেজের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নামক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি এখন সবার হাতের মুঠোয় চলে এসেছে। কোনও বিষয়ে নোট, বা কোনও লিস্ট করার ক্ষেত্রে আগে মানুষ নোটপ্যাড ব্যবহার করত, কিন্তু এই ফিচার আসার পর থেকে নোটপ্যাডের আর দরকার পড়ে না। হোয়াটসঅ্যাপেই সেটি নোট করে নিজেকে মেসেজ করে রেখে দিতে পারবেন।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে 'ভয়েস নোট'! কবে আসবে এই নয়া ফিচার?
মূলত নিজেকে মেসেজ করার চ্যাটবক্সকে ব্যক্তিগত নোট হিসাবে ব্যবহার করা যেতে পারে। অনেকসময়েই আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ এবং আরও অনেক কিছু মনে রাখতে হয়। সেক্ষেত্রে এই 'মেসেজ ইওরসেলফ' ফিচারের মাধ্যমে একজন ইউজার নিজেকেই নোট, রিমাইন্ডার, শপিং লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে রাখতে পারবেন (WhatsApp New Features)।
এছাড়াও ফিচারটি (WhatsApp New Features) ব্যবহার করে ইউজাররা ফটো, অডিও, ভিডিও সহ মেসেজ পাঠাতে পারবেন। এই চ্যাটটি শুধুমাত্র আপনার কাছে থাকবে এবং শুধুমাত্র আপনিই অ্যাক্সেস করতে পারবেন৷ আপনি চ্যাটে যে তথ্য শেয়ার করবেন তা হোয়াটসঅ্যাপে অন্য কেউ দেখতে পাবে না।
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন, এরপর নতুন চ্যাট শুরু করুন। কনট্যাক্ট দেখাবে যেখানে, তার একেবারে প্রথমেই আপনার নম্বরটা আসবে। তাতে ক্লিক করলেই হবে। সেই চ্যাটবক্সে মেসেজিং শুরু করুন (WhatsApp New Features)।
আরও পড়ুন: ভারতে হোয়াটসঅ্যাপ প্রধান অভিজিৎ বসু, আরেক উচ্চপদস্থ কর্তার পদত্যাগ
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।