img

Follow us on

Saturday, Sep 21, 2024

Whatsapp Emoji Reaction: মেসেজ রিঅ্যাকশন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ, ভারতীয়দের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন

Whatsapp: মেসেজ রিঅ্যাকশন ফিচারটি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে কিছু জায়গায় উপলব্ধ হয়েছে। তবে বিশ্বব্যাপী সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে এই ফিচার পৌঁছতে আরও কিছুটা সময় লাগবে।

img

হোয়াটসঅ্যাপ (সৌজন্যঃ ফাইল চিত্র)

  2022-05-07 14:47:58

মাধ্যম নিউজ ডেস্ক: মেসেজের জন্যে ইমোজি রিঅ্যাকশন (Emoji Reaction) ফিচার আনার কথা গত মাসেই ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ইতিমধ্যেই তা নিয়ে হাজির এই মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ। এবার সেই ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এক আন্তর্জাতিক সংবাদ  মাধ্যমের খবর অনুসারে, ফেসবুকের রিঅ্যাকশন ফিচারের মতোই হবে হোয়াটসঅ্যাপের ফিচারটি। একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে কিছুক্ষন চেপে ধরে থাকলেই চলে আসবে ইমোজির অপশন। সেখান থেকেই বেছে নেওয়া যাবে পছন্দের ইমোজি।   

এই মুহূর্তে, ব্যবহারকারীদের জন্যে ছটি ইমোজি আনছে মেটা কর্তৃপক্ষ। তবে ভবিষ্যতে আরও ইমোজি যোগ করার পরিকল্পনা আছে তাদের।  

আরও পড়ুনঃ এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসেও ইমোজি দিতে পারবেন ব্যবহারকারীরা

মেসেজ রিঅ্যাকশন ফিচারটি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে কিছু জায়গায় উপলব্ধ হয়েছে। তবে বিশ্বব্যাপী সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে এই ফিচার পৌঁছতে আরও কিছুটা সময় লাগবে।

এখন বড় ফাইলও পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। আগে ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ার করা যেত। এখন তা করা যাবে ২ জিবি পর্যন্ত। 

হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে একটি গ্রুপে ২৫৬ জনকে যোগ করা যেত। এখন ৫১২ জন থাকতে পারবেন একটি গ্রুপে। কিন্তু তার জন্যে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।  

 

Tags:

 

Meta

WhatsApp

Emoji Reaction

Emoji


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর