img

Follow us on

Saturday, Jan 18, 2025

WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনল 'ফেভারিটস' চ্যাট ফিল্টার, জানেন এর সুবিধা?

WhatsApp Favourite Filter Feature: হোয়াটসঅ্যাপে নতুন 'ফেভারিটস' চ্যাট ফিল্টার, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

img

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার।

  2024-07-17 13:41:16

মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messeging App) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ইউজারদের সুবিধায় প্রায়ই হোয়াটসঅ্যাপে নতুন ফিচার (WhatsApp New Feature) লঞ্চ হয়। এবার  এবার হোয়াটসঅ্যাপে এসেছে 'ফেভারিটস' চ্যাট ফিল্টার (WhatsApp Favourites Chat Filters)। ইউজারদের সুবিধার্থে  এই নতুন ফিচার চালু হতে চলেছে।

এই ফিচার ব্যবহারে সুবিধা (WhatsApp New Feature)

 'ফেভারিট চ্যাট'- এর (WhatsApp New Feature) ক্ষেত্রে রয়েছে ফিল্টার অপশন। এর ফলে পছন্দের যেসব ইউজারের সঙ্গে আপনি চ্যাট করতে চান তাঁদের সহজেই খুঁজে পাবেন হোয়াটসঅ্যাপে। আপাতত হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার অপশনে যুক্ত রয়েছে আনরেড, গ্রুপ এবং অল- এই তিনটি বিভাগ। নতুন 'ফেভারিটস চ্যাট ফিল্টার' চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ইউজাররা সহজেই অ্যাপের মধ্যে তাঁদের ফেভারিট চ্যাটগুলি খুঁজে পাবেন। এর পাশাপাশি শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা আরও একটি ফিচার কাজ করছে। ওই ফিচারের সাহায্যে নির্দিষ্ট চ্যাটের মধ্যে না পড়া মেসেজগুলি খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। এছাড়াও আসতে চলেছে গ্রুপ ফিল্টার অপশন। এই ফিচার নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে আনরেড বা না পড়া মেসেজ খুঁজে বের করতে সুবিধা দেবে ইউজারদের। 

আরও পড়ুন: গুজরাট থেকে বাংলা, রাজস্থান থেকে কর্নাটক! জানেন ভারতের পেশা-বৈচিত্র্য

কীভাবে ব্যবহার করবেন (WhatsApp Favourite Filter Feature) 

এই ফিচারের (WhatsApp New Feature) সাহায্যে একজন ইউজার তাঁর হোয়াটসঅ্যাপে থাকা সেই সমস্ত চ্যাট বা ব্যক্তিকে আলাদা করতে পারবেন যাঁদের সঙ্গে সবচেয়ে বেশি কথা হয়। এরপর সেইসব চ্যাটকে যুক্ত করা যাবে 'ফেভারিটিস' চ্যাট ফিল্টার অপশনে। এর ফলে হোয়াটসঅ্যাপে থাকা সমস্ত কনট্যাক্টের মধ্যে থেকে রোজের প্রয়োজনীয় কনট্যাক্টগুলি খুঁজে পেতে সুবিধা হবে ইউজারদের। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। তারপর ফেভারিট অপশন প্রেস করুন। আপনি আপনার কনট্যাক্ট নম্বরগুলো দেখতে পাবেন। এরপর অ্যাড ফেভারিট অপশন প্রেস করুন। যে নম্বর বা গ্রুপগুলো আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে চান তা নির্বাচন করুন। এরপর ডান টিপুন।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

WhatsApp

bangla news

WhatsApp New Feature

WhatsApp Favourite Filter Feature

Favourite Filter Feature


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর