অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে চাইছে?
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপের (Whatsapp) নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আর এর ধাপ এগিয়ে গেল মেটা (Meta) সংস্থা। হোয়াটসঅ্য়াপ ব্যবহারকারীদের সুবিধার্থে ও তাঁদের তথ্যের সুরক্ষার জন্য এক নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই নতুন বৈশিষ্ট্যটির নাম 'লগ ইন অ্যাপ্রুভাল' (Login approval)। WABetaInfo সূত্রে খবর, নতুন এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপকে আরও উন্নত করতে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এনেই চলেছে মেটা। সারা বিশ্ব জুড়ে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে। মেটা সংস্থা সবসময় ব্যবহারকারীদের কথা ভেবেই একের পর এক ফিচার নিয়ে আসে। আবারও নতুন ফিচার আসায় এতেও ব্যবহারকারীদের অনেক সুবিধা হবে জানা গিয়েছে।
বর্তমানে যেমন ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অ্যাপে নিজের অ্যাকাউন্টে ঢুকতে গেলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। তেমনি এবার লগ ইন ব্যবস্থা আসতে পারে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও। মূলত হ্যাকারদের হাত থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতেই এই ফিচার অ্যাড করার কথা ভাবছেন মেটা কর্তৃপক্ষ। এবার থেকে যদি অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে লগ ইন করতে চায়, সেক্ষেত্রে আপনার কাছেও একটি নোটিফিকেশন যাবে, যাতে আপনি সতর্ক হয়ে যেতে পারেন। অর্থাৎ অন্যান্য মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মের মতোই নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে হোয়াটসঅ্যাপেরও।
জানা গিয়েছে যে, নতুন এই ফিচার আপাতত ডেভলপমেন্টের পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত বিটা পরীক্ষকদের জন্য রিলিজ করা হয়নি। আরও জানা গিয়েছে, যে ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে বা লগ ইন করতে চাইছে তার সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। সে কোন ডিভাইস থেকে হ্যাকিংয়ের চেষ্টা করেছে, কোন সময়ে সেই কাজ করা হয়েছে- এইসব তথ্য জানা যাবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সাহায্যে।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের 'ডিজিটাল অবতার', শীঘ্রই আসতে চলেছে এই ফিচার
এছাড়াও আরও অনেক ফিচারের জন্য কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি See past participants নামক ফিচারের ওপরে কাজ করছে মেটা। এই অংশে ক্লিক করলেই জানা যাবে যে সেই গ্রুপ থেকে কে কে বেরিয়ে গিয়েছেন। এছাড়াও কাকে কাকে 'ব্যান' করা হয়েছে গ্রুপ থেকে তা সম্পর্কে জানা যাবে।