খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ও আইওএস-এ পাওয়া যাবে এই ফিচার।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ কল চলাকালীন কোনও ব্যক্তির অবাঞ্ছিত শব্দে অস্বস্তির মুখে পড়তে হয়? তবে নেই আর কোনও চিন্তা। হোয়াটস্যাপ ( WhatsApp) এর জন্যও নিয়ে এসেছে এক উপায়।
সবথেকে জনপ্রিয় অ্যাপ হোয়াটস্যাপ। এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশেই এই অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই বছরের শুরু থেকেই হোয়াটস্যাপ-এর তরফে একাধিক আপডেট আনা হবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি আপডেট এসেও গিয়েছে। বেশ কিছু দিন আগেই ভুল ম্যাসেজ পাঠালে তা এডিট করা যাবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তারপর কোনও ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে ও হোয়াটস্যাপ অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারগুলো অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুন: ভুলবশতঃ হোয়াটস্যাপ মেসেজ ডিলিট করেছেন? চিন্তা নেই, আসছে নতুন ফিচার!
তবে এবারে গ্রুপ কল বিষয়ক কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এবার থেকে গ্রুপ কলে কোনও ব্যক্তি সমস্যার সৃষ্টি করলে তাকে তৎক্ষণাৎ করতে পারবেন মিউট(Mute)। আবার এর সঙ্গে সেই নির্দিষ্ট ব্যক্তিকে ম্যাসেজও করতে পারবেন।
আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার
Some new features for group calls on @WhatsApp: You can now mute or message specific people on a call (great if someone forgets to mute themselves!), and we've added a helpful indicator so you can more easily see when more people join large calls. pic.twitter.com/fxAUCAzrsy
— Will Cathcart (@wcathcart) June 16, 2022
">
শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের কথা মাথায় রেখে আরও একটি ফিচার অ্যাড করেছে, সেটি হল 'Admin Approval'। অর্থাৎ এর আগে কোনও ব্যক্তি কোনও গ্রুপে জয়েন করতে চাইলে খুব সহজেই একটি লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে পারত। কিন্তু এখন থেকে গ্রুপ অ্যাডমিনের থেকে সম্মতি নিয়েই জয়েন করতে হবে। গ্রুপ অ্যাডমিনদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্যই এমন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
WABetaInfo অনুসারে, পরবর্তীতে, কোনও ব্যক্তি গ্রুপে লিঙ্কের মাধ্যমে জয়েন করতে চাইলে গ্রুপ অ্যাডমিন তাকে গ্রহণ বা বর্জন করতে পারবেন। যদিও এই ফিচারটি এখন বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ও আইওএস-এ পাওয়া যাবে।