কীভাবে পড়বেন ডিলিট করা মেসেজ, জেনে নিন...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: এতদিনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) আপনাদের মেসেজ ডিলিট করার অপশন দিয়েছিল। কিন্তু এবারে আপানারা ডিলিট করা মেসেজও পড়তে পারবেন। এমনই এক নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ এখন হোয়াটসঅ্যাপ। আর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেটও করছে এই অ্যাপ। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। নিমেষের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা সম্ভব হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়াও মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই আপডেট নিয়ে আসে নতুন নতুন ফিচার নিয়ে। তাই এবারেও আরও একটি ফিচারের ওপর কাজ করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
আরও পড়ুন: সেনা, ডিআরডিও-র গোপন তথ্য হাতাতে ছড়ানো হচ্ছে ম্যালওয়ার! সতর্ক থাকার নির্দেশ
এবারের নতুন ফিচারে ডিলিট করা মেসেজও আপনি পড়তে পারবেন তাও আবার যে কোনও সময়ে। আগে ব্যবহারকারীদের মেসেজ ডিলিট করার জন্যে নির্দিষ্ট সময়ও দেওয়া হত এবং কিছুদিন আগেই এই সময়ও বাড়িয়ে দুদিন পর্যন্ত করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের WABetaInfo-এর একটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এই নতুন বৈশিষ্ট্যের পরে মেসেজ ডিলিট করলেও 'কেপ্ট মেসেজ' (Kept Message) বলে সেকশনে তা দেখতে পারবেন। এমনকি কোনও গ্রুপের শুধুমাত্র অ্যাডমিন নয়, সমস্ত সদস্যই দেখতে পারবেন ডিলিট করা মেসেজ। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম 'Disappearing Kept Messages'।
আরও পড়ুন: মেসেজ 'ডিলিট ফর এভরিওয়ানে' নতুন বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ
যদিও এই ফিচারটিকে নিয়ে বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। তবে শীঘ্রই এই ফিচার আনার পরিকল্পনা করছে সংস্থা। ডিলিট করা মেসেজ 'কেপ্ট মেসেজ' সেকশনে রাখার ক্ষেত্রে গ্রুপ অ্যাডমিনদের জন্য কিছু বাড়তি সুবিধাও দেওয়া হতে পারে, এমনটাই জানা গিয়েছে রিপোর্ট সূত্রে। কেপ্ট মেসেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপ আরও একটি ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ (Past Participant)-এ কাজ করছে। এর আগে শোনা গিয়েছিল হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার লঞ্চ করতে চলেছে যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যরা গ্রুপ ছেড়ে দিলে কোনও নোটিফিকেশনই পাবে না , শুধুমাত্র অ্যাডমিন ছাড়া। অর্থাৎ কে গ্রুপ ছাড়ছেন তা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দেখতে পাবেন। অন্যান্য সদস্যরা দেখতে পাবেন না। কিন্তু ভবিষ্যতে এই নতুন ফিচার ‘পাস্ট পারটিসিপেন্ট’ চালু হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্ত সদস্যরাই দেখতে পাবেন যে কারা গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এমনকি ওই গ্রুপে আগে কে কে ছিল বা কে কে গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন, সমস্ত কিছুই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা দেখতে পাবেন।