img

Follow us on

Wednesday, Oct 30, 2024

WhatsApp: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

এই বৈশিষ্ট্যের কী কী সুবিধা রয়েছে, জানেন?

img

প্রতীকী ছবি

  2022-09-16 19:50:21

মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বিশ্বব্যাপী যে কটি অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে হোয়াটসঅ্যাপ (WhatsApp) অন্যতম। প্রতিদিন কয়েক কোটি মানুষ এ অ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ জনপ্রিয় হওয়ার পেছনে যে কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে অন্যতম হল গ্রুপ চ্যাটিং। আর এবার এই গ্রুপ চ্যাটিং অপশনের জন্যই আরও চমকপ্রদ কিছু ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের গ্রুপের সদস্যরা এবার পোল সিস্টেমের ফিচার খুব শীঘ্রই ব্যবহার করতে পারবে। কারণ হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে, তারা এই পোল সিস্টেমের ফিচারটি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে। আপনারা সাধারণত এই পোল ফিচার ইন্সটাগ্রাম, ফেসবুকে দেখেছেন। এবার এরকমই সুবিধা পেতে চলেছেন হোয়াটসঅ্যাপেও।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার! মুহূর্তে গায়েব কোটি কোটি টাকা? কী করবেন, জানুন...

তবে জানেন কী, এই ফিচারের ফলে কী সুবিধা পেতে চলেছেন আপনারা? হোয়াটসঅ্যাপের গ্রুপে এই ফিচার আসলে গ্রুপের সদস্যদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কোনও অফিসিয়াল কাজের জন্য বা অন্য কোনও প্রয়োজনীয় কাজের জন্য এই পোল ফিচার উপকারী হবে। কোনও কিছু মতামত জানার জন্য এই পোল ফিচারটি ব্যবহার করা যাবে। কারণ যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য, সেখানে সবার থেকে একে একে কোনও বিষয়ে মতামত জানা মুশকিল হয়ে পড়ে, ফলে এই পোল সিস্টেম থাকলে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যাবে ও খুব তাড়াতাড়িই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।


WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গেছে, এখনও পর্যন্ত এই পোল ফিচারে ১২ টি অপশন রাখা হয়েছে, এবং পুরোপুরি আপডেট হওয়ার আগেও এর পরিবর্তন হতে পারে। যদি এই ফিচারটি এখনও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে এটি এখনও বিটা পরীক্ষকদের জন্যও উপলব্ধ নয়। এছাড়াও হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়নি যে, এই ফিচারটি কবে আসতে চলেছে।   

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

WhatsApp

WhatsApp Group Chat

WhatsApp Group Chat Poll Feature


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর