PSLV: ৮৬০ কোটি টাকায় ইসরোর পাঁচটি পিএসএলভি নির্মাণের বরাত পেল হ্যাল-এল অ্যান্ড টি

২০১৯ সালে ১৬ অগাস্ট পাঁচটি পিএসএলভি রকেট তৈরি করার ক্ষেত্রে দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনএসআইএল...
AA_PSLV
AA_PSLV

মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশে যাতায়াত, গবেষণা, কৃত্রিম উপগ্রহ পাঠানোর পথকে আরও সুগম করতে ও ভারতের মহাকাশ সংস্থাকে আরও বেশি উন্নত করতে চার বছরের মধ্যে পাঁচটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) রকেট তৈরি করার বরাত দেওয়া হল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এবং লারসেন অ্যান্ড টুব্রো (L&T) সংস্থাকে। এই বরাত নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL)-এর তরফে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ও এল অ্যান্ড টি একটি মহাকাশ কনসোর্টিয়াম গঠন করেছে। আর এই পাঁচটি পিএসএলভি রকেট তৈরি করার জন্য নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এই কনসোর্টিয়ামকে ৮৬০ কোটি টাকার বরাত দিয়েছে।

একটি সরকারি বিবৃতি অনুসারে জানা গিয়েছে, সোমবার বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (BIEC) সপ্তম বেঙ্গালুরু স্পেস এক্সপো ২০২২-এর (Bengaluru Space Expo 2022) উদ্বোধনী অধিবেশন চলাকালীন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাাক্ষর করা হয়েছে।

আরও পড়ুন: সফলভাবে সিঙ্গাপুরের তিনটি উপগ্রহ কক্ষপথে স্থাপন করল পিএসএলভি-সি৫৩

বছরের পর বছর ধরে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) পিএসএলভি, ৫২ টিরও বেশি উৎক্ষেপণ সফলভাবে সঞ্চালিত করতে সক্ষম হয়েছে। এছাড়াও ইসরোর অত্যাধুনিক শক্তিশালী পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি (PSLV) রকেটে চাপিয়েই একাধিক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। ইসরো ১৯৯০ সাল থেকে PSLV-এর মাধ্যমে উপগ্রহ উৎক্ষেপণ করে আসছে। শুধুমাত্র ভারতের নয়, অন্যান্য ৩৩টি দেশের ৩১৯টি কৃত্রিম উপগ্রহও উৎক্ষেপণ করা হয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে, একটি পিএসএলভি ১০৪টি উপগ্রহ নিয়ে কক্ষপথে প্রবেশ করছিল যা একটি বিশ্বরেকর্ড।

ভারতীয় স্পেস প্রোগ্রামের চাহিদা মেটানোর জন্য, উচ্চ-প্রযুক্তি সম্পন্ন রকেট উৎপাদন এবং উৎপাদনের সংখ্যা বাড়াতে ইসরো একটি পৃথক বিভাগ নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL) গঠন করেছিল। এরই অংশ হিসেবে এনএসআইএল ২০১৯ সালে ১৬ অগাস্ট পাঁচটি পিএসএলভি রকেট তৈরি করার ক্ষেত্রে দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। হ্যাল ও এলএন্ডটি-এর কনসোর্টিয়াম এই চুক্তি পায়।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles