মাধ্যম নিউজ ডেস্ক: হ্যালোউইন উৎসবের মাঝেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। সরু রাস্তায় ভিড়ের মাঝেই দেড়শোর বেশি মানুষ পদপিষ্ট হয়ে ও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। মর্মান্তিক দুর্ঘটনাটি দক্ষিণ কোরিয়ার (South Korea) সিওলের ইটাইওন নামক এলাকার। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল এই ঘটনার জন্য জাতীয় শোকের ঘোষণা করেছেন।
করোনার জন্য গত দুবছর তেমনভাবে হ্যালোউইন পার্টির আয়োজন করা হয়নি। কিন্তু এবছর সেখানে (South Korea) কোনরকমের বিধিনিষেধ না থাকায় মানুষের ভিড় উপচে পড়েছে। আর তাতেই ঘটল দুর্ঘটনা। শনিবার রাতে সিওলের ইটাইওনের একটি বাজারে ভিড় করেন বহু মানুষ। প্রায় এক লক্ষ মানুষ ওই বাজারে এসেছিলেন বলে জানা গিয়েছে। বাজারের সরু, ঘিঞ্জি রাস্তায়ও মানুষ ভিড় করে। সেখানকার ভিড় দেখে আগেই একাধিক ট্যুইটার ব্যবহারকারী ওই বাজারের ভিড়ের ছবি পোস্ট করেছিলেন। অত্যধিক ভিড় এড়াতে ওই বাজারে এই সময় না আসার আহ্বানও জানিয়েছিলেন। তবে সেই কথা শোনে কে? উৎসবের আনন্দে মাততে মানুষের ভিড় বাড়তেই থাকে বাজারে। আর এত মানুষের ভিড়ে কেউ কেউ পদপিষ্ট হয়ে প্রাণ হারান ও কেউ কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল রাত থেকে ৫৯ জন ও পরে ১৪৯ জনের মৃত্যুর খবর শোনা গেলেও দিন পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ১৫১। ফলে গতকাল রাত থেকেই লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুধুমাত্র তাই নয়, ২৭০ জনের মত মানুষ নিখোঁজ রয়েছেন বলে রিপোর্ট পাওয়া গিয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে (South Korea) পৌঁছয় পুলিশ ও দমকল। ১৪০টির বেশি অ্যাম্বুলেন্স আসে অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে। আবার হৃদরোগে আক্রান্তদের ঘটনাস্থলেই বুক চাপ দিয়ে সুস্থ করার চেষ্টা করতে দেখা যায়।
দুর্ঘটনার পরই দক্ষিণ কোরিয়ার (South Korea) প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল সব মন্ত্রীদের আহতদের উদ্ধার এবং চিকিৎসায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর আজ তিনি রবিবার সংবাদমাধ্যমে এসে, জাতীয় শোকের ঘোষণা করেছেন এবং সরকারি ভবন ও সরকারি অফিসে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়াও নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি করতে তাদের পরিবারকে সহায়তা করবে এবং আহতদের চিকিৎসার জন্য সরকার সাহায্য করবে বলে জানিয়েছেন। এই ঘটনাটির জন্য তিনি তদন্ত করারও নির্দেশ দিয়েছেন।
+ There are no comments
Add yours