img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mosquito: বর্ষায় মশার জ্বালায় অতিষ্ঠ? উপদ্রব কমাতে জানুন কিছু ঘরোয়া উপায়

এগুলির থেকে ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ও তেমন নেই।

img

মশার উপদ্রব

  2022-08-24 10:29:52

মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষার মরশুম আসতে না আসতেই বেড়েছে মশার উপদ্রব। সন্ধ্যা নামতে না নমতেই ঘরে ঢুকে পড়ছে মশা। আর এই মশা থেকেই হতে পারে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো প্রাণঘাতি রোগ। মশার জ্বালায় বিরক্ত হয়ে যাচ্ছেন তো আপনি? বর্ষায় মশার উপদ্রব কম করবেন কীভাবে?

মশার হাত থেকে মুক্তি পেতে ব্যবহার করে থাকি, রেপেলেন্ট, কয়েল বা স্প্রে। কিন্তু মশা মারার এই সমস্ত ওষুধই নানান ভারী রাসায়নিক ব্যবহার করে তৈরি করা হয়। সে ক্ষেত্রে এই রাসায়নিকগুলি বাড়িতে বসবাসকারী সদস্যদেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর ফলে অনেকের শ্বাসকষ্ট বা মাথাব্যথার সমস্যা দেখা দেয়।

আজ জেনে নিন এমনই প্রাকৃতিক, ঘরোয়া উপায়, যেগুলির সাহায্যে সহজেই মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব। এগুলির থেকে ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ও তেমন নেই।

ল্যাভেন্ডার তেল

ল্যাভেন্ডারের একটি তীব্র গন্ধ রয়েছে যা মশা তাড়াতে সাহায্য করতে পারে। ল্যাভেন্ডার ফুল থেকে ল্যাভেন্ডার তেল বের করা হয়। ল্যাভেন্ডারে অ্যানালজেসিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে। ল্যাভেন্ডার তেলকে অন্য তেলে মিশিয়ে, লোশন ইত্যাদির সাথে ব্যবহার করা যেতে পারে। ল্যাভেন্ডার তেল বাড়ির ভিতরে ডিফিউজারেও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন: মশার উপদ্রব থেকে বাঁচতে নয়া পদ্ধতি আবিষ্কার আইসিএমআর-এর

সিট্রোনেলা তেল

সাধারণত বাইরেও মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহৃত করা হয় সিট্রোনেলা। এটি ভেষজগুলির সংমিশ্রণ থেকে তৈরি করা হয়। আপনি এটি অন্যান্য তেলের সাথে অল্প করে আপনার সারা শরীরে ময়েশ্চারাইজারের মতো লাগিয়ে এটি ব্যবহার করতে পারেন।

টি ট্রি তেল

এই তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলো আছে। মশা থেকে শুরু করে পোকামাকড় মারার ক্ষেত্রেও ব্যবহার করা হয়।

নিম তেল

স্বাস্থ্যের পক্ষে নিমের উপকারিতা সকলেরই জানা। মশা তাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে নিম। নিম ও নারকেলের তেলকে সমপরিমাণে মিশিয়ে শরীরে লাগিয়ে নিন। এর ফলে মশার কামড় থেকে বাঁচতে পারবেন।

কর্পূর

কয়েলের পরিবর্তে বাড়িতে কর্পূর জ্বালিয়ে রাখতে পারেন। ১৫-২০ মিনিটের জন্য এটি জ্বালিয়ে রাখলেই কাজ দেবে। কর্পূর মশা দূর করতে কাজে আসে।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

health

Mosquito

Mosquito Repellents


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর