দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৩,৫৬২।
ফের কোভিড আতঙ্ক।
মাধ্যম নিউজ ডেস্ক: একদিনে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪২ জন। সেই সঙ্গে পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.৪%। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৩,৫৬২। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, একদিনে দেশে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩৮ জন।
তামিলনাড়ুতে সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে। দক্ষিণী রাজ্যে নতুন করে ৫২১ টি কেস দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে দেশে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড ওমিক্রনের এক্সবিবি ১.১৬ ভ্যারিয়েন্ট। যে ভ্যারিয়েন্টের নতুন নাম ‘আর্কটুরাস'। কোভিডের আগের ভ্যারিয়েন্টগুলির থেকে ওমিক্রনের এক্সবিবি ১.১৬ ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গে সেভাবে কোনও বড় পার্থক্য চোখে পড়ে না বলে মত বিশেষজ্ঞদের। চিকিৎসকরা বলছেন, যে সমস্ত রোগীর গুরুতর শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের শ্বাসকষ্ট, অক্সিজেনের ঘাটতি এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা যাচ্ছে। জ্বর, সর্দির সঙ্গে গলাব্যথা, গায়ে-হাতে-পায়ে ব্যথা, ডাইরিয়া, ক্লান্তি থেকে যাচ্ছে শরীরে।
কোভিড আতঙ্ক ছড়াচ্ছে বাংলাতেও। এরাজ্যেও ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। এই আবহেই নতুন করে নির্দেশিকা প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। নয়া স্ট্রেনের দাপটেই বাড়বাড়ন্ত করোনা ভাইরাসের। উপসর্গ (Symptoms) মৃদু হলেও প্রাণ হারাচ্ছেন প্রবীণ ব্যক্তিরা। সেই সঙ্গে যাঁদের কো-মর্বিডিটি (Co-Morbidity) আছে, এমন মানুষ অর্থাৎ যাঁদের হৃদপিণ্ড, কিডনি, ফুসফুস, যকৃতের রোগ আছে, তাঁদের ক্ষেত্রে আরও সাবধানতা মেনে চলার নির্দেশ জারি করেছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
আরও পড়ুন: আজ বিশ্ব লিভার দিবস, জেনে নিন শরীর সুস্থ রাখতে কী করবেন
শুধু ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়া জুড়েই বাড়ছে কোভিড সংক্রমণ। এদিকে বাড়তে থাকা করোনা নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার এই বাড়বাড়ন্তের পিছনে রয়েছে XBB.1.16 ভ্যারিয়েন্ট। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) সোমবার দেশের জনগণকে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের মধ্যে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছে যে তাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।