img

Follow us on

Saturday, Jan 18, 2025

Adeno Virus: এবার অ্যাডিনো ভাইরাসে প্রাণ কাড়ল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত খড়্গপুরের কিশোরীর

স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে আক্রান্ত ছিল উর্যাসাথী রায় চৌধুরী।

img

অ্যাডিনো ভাইরাসের দাপট শহর জুড়ে।

  2023-02-23 10:59:11

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ফের অ্যাডিনো ভাইরাসে (AdenoVirus) আক্রান্ত হয়ে মৃত্যু এক কিশোরীর। বুধবার মৃত্যু হল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কিশোরী উর্জাসাথী রায় চৌধুরীর। গত প্রায় এক সপ্তাহ ধরে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিল বছর তেরোর উর্জাসাথী। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। এই ভাইরাসে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। 

স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে আক্রান্ত 

স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি নামে এক রোগে আক্রান্ত ছিল ওই কিশোরী। উর্জাসাথীর বাবা উজ্জ্বল রায় চৌধুরী জানিয়েছেন, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি হল এমন একটি রোগ যাতে মাংসপেশীর একটি একটি কোষ নষ্ট হয়ে যায়। ফলে, দুর্বলতা বাড়ে। সে কারণেই সহজ অসুস্থ হয়ে পড়ত কিশোরী। এবারও তার ব্যতিক্রম নয়। সর্দি-কাশি বেড়ে গিয়েছিল অনেকটাই। উজ্জ্বল বাবু জানিয়েছেন চলতি মাসের শুরুর দিকে একবার হাসপাতালে চিকিৎসাধীন ছিল তার মেয়ে। পরে ৫ তারিখে বাড়ি ফিরে এসেছিল। এরপর গত ১৫ ফেব্রুয়ারি থেকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে লড়াই থামে উর্জাসাথীর।

রাষ্ট্রপতি পুরস্কার

সংগীতে বিশেষ কৃতিত্বের জন্য গত ২০১৯ সালের ৪ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল উর্জাসাথী রায়চৌধুরী। তাঁর হাতে তৎকালীন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু এই পুরস্কার তুলে দেন। এছাড়া বিভিন্ন সময়ে জাতীয় ও রাজ্য স্তরে একাধিক পুরস্কার পেয়েছে এই কিশোরী। প্রতিভাবান এই কিশোরীর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। এলাকায় শোকের ছায়া। 

আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের জন্য সুপারফুড হতে পারে ঘি! কেন জানেন?

বাড়ছে ভাইরাসের দাপট

রাজ্যে ক্রমেই বেড়ে চলেছে অ্যাডিনোভাইরাস আক্রান্তের সংখ্যা। শিশুরোগ চিকিৎসকেরা জানাচ্ছেন, অ্যাডিনোভাইরাসে শিশুদের ফুসফুস ও শ্বাসনালি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ সর্দি-কাশি শ্বাসকষ্টে বদলে যেতে দু’দিনও সময় লাগছে না। পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের কপালেও। জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত শিশুর শারীরিক অবস্থার দিকে নজর রাখতে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। শহরে অ্যাডিনোভাইরাসের হামলা রুখতে পুরকর্মীদের জন্যও নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভাও।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

West Medinipur

Adeno viruses

Child Death

Health Deapartment


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর