img

Follow us on

Sunday, Oct 06, 2024

Antibody: করোনার সমস্ত ভেরিয়েন্টকে নিষ্ক্রিয় করবে SP1-77 অ্যান্টিবডি! কী জানালেন গবেষকরা?

SP1-77 নামক এই অ্যান্টিবডিটি বোস্টন চিলড্রেন'স হাসপাতাল এবং ডিউক ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেছেন।

img

প্রতীকী ছবি

  2022-09-08 16:56:08

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাস (CoronaVirus) আক্রান্তের সংখ্যা কমলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যে কোনো সময় এর সংখ্যা বাড়তে পারে। এই ভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিনের অনেক গুরুত্ব রয়েছে, তবে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান বেড়ে চলার ক্ষেত্রে একটি বড় কারণ হল এর বিভিন্ন ভেরিয়েন্ট।

কিন্তু, এরই মধ্যে গবেষকরা এক বিস্ময়কর আবিষ্কার করেছেন। তাঁরা এমন একটি অ্যান্টিবডি আবিষ্কার করেছেন যা করোনার প্রতিটি ভেরিয়েন্টকে নিষ্ক্রিয় করতে সক্ষম। এর নাম SP1-77 (sp1-77 অ্যান্টিবডি)। SP1-77 নামক এই অ্যান্টিবডিটি বোস্টন চিলড্রেন'স হাসপাতাল এবং ডিউক ইউনিভার্সিটির গবেষকরা (Researchers at Boston Children’s Hospital and Duke University) আবিষ্কার করেছেন। এই আবিষ্কারের গবেষণাটি সায়েন্স ইমিউনোলজি জার্নালে (journal Science Immunology) প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: পটাপট খান অ্যাজিথ্রোমাইসিন! শুধু আপনি নন দেশের অনেকেই স্বচ্ছন্দ অ্যান্টিবায়োটিক গ্রহণে, দাবি ল্যানসেটের

কী এই SP1-77 অ্যান্টিবডি?

SP1-77 অ্যান্টিবডি গবেষকদের দ্বারা তৈরি একটি অ্যান্টিবডি যা এখনও পর্যন্ত করোনা ভাইরাস SARS-CoV-2-এর সমস্ত ভেরিয়েন্টকে নিষ্ক্রিয় করতে পারে। এটি মূলত এইচআইভি ভাইরাস নিষ্ক্রিয় করার জন্য আবিষ্কার করা হয়েছিল। পরে এই অ্যান্টবডি একটি মাউস মডেলের উপর ভিত্তি করে গবেষকরা তৈরি করেছেন।

এখন এটি মিউটেশন করা হয়েছে। গবেষণায় ব্যবহৃত ইঁদুরের মানুষের মতো একই প্রতিরোধ ব্যবস্থা ছিল এবং তারপরে তাদের উপর অ্যান্টিবডি ব্যবহার করা হয়েছিল। গবেষকরা ইঁদুরের মধ্যে দুটি মানব জিন প্রবেশ করান, যা তারপরে একটি অ্যান্টিবডি তৈরি করে, যেটি মানুষও তৈরি করতে পারে। ইঁদুরগুলি তখন SARS-CoV-2 এর স্পাইক প্রোটিনের সংস্পর্শে আসে এবং গবেষকরা দেখতে পান যে এটি নয়টি ভিন্ন পরিবারের অ্যান্টিবডি তৈরি করেছে যা করোনার অনেক স্পাইক প্রোটিনকে নিষ্ক্রিয় করে।  তারপরে এটি করোনার বিভিন্ন স্পাইক প্রোটিনের উপর পরীক্ষা করা হয়েছে এবং দেখা গেছে যে এটি SP1-77- COVID-19-এর ডেল্টা এবং ওমিক্রনের সমস্ত ভেরিয়েন্টেও কাজ করে।

আরও পড়ুন: শিশুদের মধ্যেই ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, গবেষণায় উঠে এল নতুন তথ্য

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Covid 19

antibody

Antibody can fight with Covid 19

SP1-77 Antibody


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর