শিকাগো ধর্মসম্মেলনের ঠিক পরে আমেরিকাতে তরুণ সন্ন্যাসী জনপ্রিয় হন সাইক্লোনিক মঙ্ক এই উপাধিতে
স্বামী বিবেকানন্দ
মাধ্যম নিউজ ডেস্ক: আজ জাতীয় যুব দিবস। উত্তর কলকাতার সিমলা অঞ্চলে ১৮৬৩ খ্রিস্টাব্দের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। এবছর তাঁর ১৬০তম জন্মবার্ষিকী উৎসব পালিত হচ্ছে সারাদেশ ব্যাপী। ১৮৯৩ খ্রিস্টাব্দের ১১ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে বিশ্বধর্ম সম্মেলনে সনাতন ধর্ম, সভ্যতা ও সংস্কৃতি বিষয়ে তরুণ সন্ন্যাসীর যুক্তিবাদী বক্তব্য সমাদৃত হয় বিশ্বের সমস্ত দেশ থেকে আগত সমস্ত ধর্মের ধর্ম গুরুদের কাছে। গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে দীক্ষা লাভ করার পরে তরুণ বিবেকানন্দ সারা ভারতবর্ষ পরিক্রমা করেছিলেন। ধ্যানমগ্ন হয়েছিলেন কন্যাকুমারীতে বসে। উপলব্ধি করেছিলেন ভারতভূমিকে। ঠাকুর রামকৃষ্ণের কাছে দীক্ষালাভ করার পরে তাঁর গুরুভাইদের নিয়ে থাকতেন বরানগর মঠে। তখনকার দিনে তাঁর দিনযাপনের চিত্র ফুটে উঠেছে শঙ্করের লেখা অচেনা অজানা বিবেকানন্দ গ্রন্থে। সে সময়ে রাত্রে নিদ্রার জন্য একটি বালিশ অবধি ছিলনা নতুন সন্ন্যাসীদের কাছে। মাথায় ইঁট নিয়ে রাত কাটতো গুরু রামকৃষ্ণদেবের এই শিষ্যদের। প্রায়ই তরুণ বিবেকানন্দ তাঁর গুরুভাইদের রসিকতা করে বলতেন, নরম দেখে একটা ইঁট দে তো।
বরানগর মঠে থাকাকালীন প্রথম জীবনে রামকৃষ্ণদেবের শিষ্যরা মুষ্টি ভিক্ষার দ্বারাই দিনযাপন করতেন। কলাপাতায় ভাত জুটতো, তরকারি বলতে থাকতো নুন গোলা জল।
তরুণ সন্ন্যাসীর নিজের ভাষায় "কতবার ক্ষুধায় মাথা ঘুরে পড়ে গেছি, চোখে অন্ধকার দেখেছি, আবার আমি দাঁড়িয়ে উঠেছি এবং বলেছি জয় ব্রহ্ম। আমার ক্ষুধা নেই, আমার তৃষ্ণা নেই, আমার মৃত্যু নেই, আমিই ব্রহ্ম।"
শিকাগো ধর্মসম্মেলনের ঠিক পরে আমেরিকাতে তরুণ সন্ন্যাসী জনপ্রিয় হন সাইক্লোনিক মঙ্ক, এই উপাধিতে। সে সময় আমেরিকাতে বহু স্থানে তিনি বক্তব্য রাখেন, পরবর্তীকালে ভারতবর্ষে ফিরে তিনি প্রতিষ্ঠা করেন তাঁর অমর সৃষ্টি বেলুড়মঠ।
আমায় মানুষ কর
হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরামুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা-এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতাসহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না—তোমার নারীজাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী; ভুলিও না—তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর; ভুলিও না-তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয়সুখের-নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে; ভুলিও না—তুমি জন্ম হইতেই 'মায়ের' জন্য বলিপ্রদত্ত; ভুলিও না—নীচজাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মূচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই! হে বীর, সাহস অবলম্বন কর; সদর্পে বল—আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বল—মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুশয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী; বল ভাই—ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ; আর বল দিন-রাত, 'হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও; মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর কর, আমায় মানুষ কর।
অসীম ধৈর্য, অসীম সাহস
পিছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদোম অসীম সাহস এবং অসীম ধৈর্য কোন মহান কর্ম সম্পাদন করতে পারে।
বীরভোগ্যা বসুন্ধরা
ঈশ্বর তাঁর বীর পুত্রদের সমুদ্রবক্ষেও রক্ষা করেন।
উপনিষদের বাণী
উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, উপনিষদের এই বাণীকে আত্মস্থ করতে বলেছিলেন তরুণ সন্ন্যাসী। ওঠো, জাগো, নিজের প্রাপ্য নিজে বুঝে নাও।
Tags: