img

Follow us on

Sunday, Jan 19, 2025

Lunar Eclipse: কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ? ভারতে কোথায় দেখা যাবে?

প্রায় দেড় ঘণ্টা ধরে ভারত থেকে দৃশ্যমান হবে গ্রহণ।

img

চন্দ্রগ্রহণ

  2022-10-31 18:50:44

মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির পরের দিন  ছিল সূর্যগ্রহণ। এটাই ছিল এই বছরের শেষ সূর্যগ্রহণ। সামনের মাসে আসতে হতে চলেছে চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2022)। আগামী ৮ নভেম্বর অর্থাৎ কার্তিক মাসে পূর্ণিমার দিনই দেখা যাবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। 

বিকেল সাড়ে ৫টার পর শুরু হবে গ্রহণ (Lunar Eclipse 2022), চলবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত (Chandra Grahan 2022 In India Date And Time)। প্রায় দেড় ঘণ্টা ধরে ভারত থেকে দৃশ্যমান হবে গ্রহণ। ৮ নভেম্বরই রয়েছে দেব দীপাবলি। এমন পরিস্থিতিতে অনেক জ্যোতিষী চন্দ্রগ্রহণের একদিন আগে দেব দীপাবলি উদযাপনের পরামর্শ দিয়েছেন। 

সময়

চন্দ্রগ্রহণের তারিখ- ৮ নভেম্বর, মঙ্গলবার
চন্দ্রগ্রহণ শুরু হবে - সন্ধ্যা ৫:৩২ মিনিটে
চন্দ্রগ্রহণ শেষ হবে- সন্ধ্যা ৬:১৮ মিনিটে
সূতক সময় শুরু হবে - সকাল ৯:২১ মিনিটে
সূতক শেষ হবে - সন্ধ্যা ৬.১৮ মিনিটে

ভারতে কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ?

চন্দ্রগ্রহণ দেখা যাবে কলকাতা, শিলিগুড়ি, পাটনা, রাঁচি, গুয়াহাটি ইত্যাদি জায়গা থেকে দেখা যাবে।  

ভারত ছাড়া আর কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ? 

দেব দীপাবলির দিন চন্দ্রগ্রহণ উত্তর ও পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশে দৃশ্যমান হবে।

চন্দ্রগ্রহণ সম্পর্কে জেনে নিন এই বিষয়গুলি

হিন্দু ধর্ম অনুসারে, চন্দ্রগ্রহণের সূতক সময় গ্রহণের ৯ ঘন্টা আগে শুরু হয়।  

২০২২ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে। যা ভারতীয় সময় অনুযায়ী ৮ নভেম্বর দুপুর ১.৩২ থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭.২৭ মিনিট পর্যন্ত চলবে।

এই সময় গর্ভবতী মহিলাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।  
 
সূতক সময়কে অশুভ বলে মনে করা হয়। সূতক কালের সূচনার পর কোনও শুভ কাজ করা হয় না।
 
চন্দ্রগ্রহণের সময় বাড়ি থেকে বেরোনো অশুভ বলে মনে করা হয়।
 
চন্দ্রগ্রহণের সময় ঘুমানো বা ধারালো বস্তু ব্যবহার করা উচিৎ নয়। 
   
চন্দ্রগ্রহণের সময় স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহণের দিন গঙ্গায় স্নান করার পরামর্শ দেন জ্যোতিষীরা।

আরও পড়ুন: ‘অপমানজনক ও অবৈজ্ঞানিক’! ধর্ষণের ঘটনায় ‘টু-ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট

কী করে দেখবেন গ্রহণ?

খালি চোখে দেখা যাবে গ্রহণ। ভালো ভাবে দেখতে দূরবীন ব্যবহার করতে পারেন। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Lunar eclipse

Chandra Grahan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর