চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবী দুর্গার আরাধনা করেন...
দেবী দশভূজা
মাধ্যম নিউজ ডেস্ক: শরৎকালে হয় শারদীয়া দুর্গাপুজো, আর বসন্তকালে দেবী দুর্গার পুজো বাসন্তী পুজো (Basanti Puja) নামে পরিচিত। পুরাণ অনুযায়ী, অশুভ শক্তির বিনাশের উদ্দেশে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, এই আখ্যানের সঙ্গে আমরা সকলেই কমবেশি পরিচিত। যা দেবীর অকাল বোধন হিসেবে প্রসিদ্ধ। আর চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবী দুর্গার আরাধনা করেন। তাই এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত। চলতি বছর বাসন্তী পুজো পড়েছে ২৮ মার্চ, মঙ্গলবার।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে
পঞ্চমী তিথি আরম্ভ - ২৫ মার্চ, শনিবার। বাংলার ১০ চৈত্র। সময় - বিকেল ৪টে ২৫ মিনিট।
পঞ্চমী তিথি শেষ - ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় - বিকেল ৪টে ৩৩ মিনিট।
ষষ্ঠী তিথি আরম্ভ - ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় - বিকেল ৪টে ৩৪ মিনিট।
ষষ্ঠী তিথি শেষ - ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় - বিকেল ৫টা ২৮ মিনিট।
সপ্তমী তিথি আরম্ভ - ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় - বিকেল ৫টা ২৯ মিনিট।
সপ্তমী তিথি শেষ - ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় - সন্ধ্যা ৭টা ০৩ মিনিট।
অষ্টমী তিথি আরম্ভ - ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় - সন্ধ্যা ৭টা ০৪ মিনিট।
অষ্টমী তিথি শেষ - ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় - রাত ৯টা ০৮ মিনিট।
সন্ধি পুজোর শুভক্ষণ - রাত ৮টা ৪৪ মিনিটে সন্ধি পুজো আরম্ভ। রাত ৯টা ৩২ মিনিটে সন্ধি পুজো সমাপ্ত
নবমী তিথি আরম্ভ - ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় - রাত ৯টা ০৯ মিনিট ।
নবমী তিথি শেষ - ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় - রাত ১১টা ৩১ মিনিট।
দশমী তিথি আরম্ভ - ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় - রাত ১১টা ৩২ মিনিট।
দশমী তিথি শেষ - ৩১ মার্চ, শুক্রবার। বাংলার ১৬ চৈত্র।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে
পঞ্চমী তিথি আরম্ভ - ২৫ মার্চ, শনিবার। বাংলার ১০ চৈত্র। সময় - সন্ধ্যা ৭টা ২ মিনিট ২০ সেকেন্ড।
পঞ্চমী তিথি শেষ - ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় - সন্ধ্যা ৭টা ৬ মিনিট ৪৪ সেকেন্ড।
ষষ্ঠী তিথি আরম্ভ - ২৬ মার্চ, রবিবার। বাংলার ১১ চৈত্র। সময় - সন্ধ্যা ৭টা ৬ মিনিট ৪৫ সেকেন্ড।
ষষ্ঠী তিথি শেষ - ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় - সন্ধ্যা ৭টা ৪১ মিনিট ৪৫ সেকেন্ড।
সপ্তমী তিথি আরম্ভ - ২৭ মার্চ, সোমবার। বাংলার ১২ চৈত্র। সময় - সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ৪৬ সেকেন্ড।
সপ্তমী তিথি শেষ - ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় - রাত ৮টা ৪৭ মিনিট ২২ সেকেন্ড।
অষ্টমী তিথি আরম্ভ - ২৮ মার্চ, মঙ্গলবার। বাংলার ১৩ চৈত্র। সময় - রাত ৮টা ৪৭ মিনিট ২৩ সেকেন্ড।
অষ্টমী তিথি শেষ - ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় - রাত ১০টা ১৭ মিনিট ৩২ সেকেন্ড ।
সন্ধি পুজোর শুভক্ষণ - রাত ৯টা ৫৩ মিনিট ৩২ সেকেন্ডে সন্ধি পুজো আরম্ভ। রাত ১০টা ৪১ মিনিট ৩২ সেকেন্ডে সন্ধি পুজো সমাপ্ত।
নবমী তিথি আরম্ভ - ২৯ মার্চ, বুধবার। বাংলার ১৪ চৈত্র। সময় - রাত ১০ টা ১৭ মিনিট ৩৩ সেকেন্ড।
নবমী তিথি শেষ - ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় - রাত ১২টা ৮ মিনিট ১৮ সেকেন্ড।
দশমী তিথি আরম্ভ - ৩০ মার্চ, বৃহস্পতিবার। বাংলার ১৫ চৈত্র। সময় - রাত ১২টা ৮ মিনিট ১৯ সেকেন্ড।
দশমী তিথি শেষ - ৩১ মার্চ, শুক্রবার। বাংলার ১৬ চৈত্র।
বাসন্তী পুজোর মাহাত্ম্য শাস্ত্র মতে, রাজ্য হারানো রাজা সুরথ বসন্তকালে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন। দেবীর আশীর্বাদ পেতেই বসন্তকালের শুক্লপক্ষে রাজা দেবীর উপাসনা করেন। মা দুর্গা ভক্তের পুজোয় সন্তুষ্ট হয়ে রাজা সুরথকে তাঁর হারানো রাজ্য ফিরিয়ে দেন। এই পুজোই পরে বাসন্তী পুজো নামে চারিদিকে ছড়িয়ে পড়ে
শারদীয় দুর্গা পুজোর মতো বাসন্তী পুজোতেও (Basanti Puja) মা দুর্গা প্রতি বছর আলাদা আলাদা বাহনে সওয়ার হয়ে আসেন। দেবীর এই সব বাহনের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই বছর বাসন্তী পুজোয় মা দুর্গা আসছেন নৌকায় সওয়ার হয়ে। দেবীর নৌকা বাহন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে পৃথিবী সুজলা সুফলা হয়ে ওঠে ও মর্ত্যবাসীর মনে খুশিতে ভরে ওঠে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: