img

Follow us on

Sunday, Jan 12, 2025

Maha Kumbh 2025: মহাকুম্ভে হাজির মহিলা নাগা সাধুরাও, জানুন তাঁদের জীবনের ৭টি দিক

Female Naga Sadhus: কৃচ্ছসাধনে ভরা মহিলা নাগা সাধুদের জীবন, জানুন সে সম্পর্কে

img

মহিলা নাগা সাধু (সংগৃহীত ছবি)

  2025-01-10 14:41:11

মাধ্যম নিউজ ডেস্ক: মহাকুম্ভের (Maha Kumbh 2025) প্রস্তুতি তুঙ্গে চলছে। ১৩ জানুয়ারি শুরু হচ্ছে মহাকুম্ভ, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পুণ্যলাভের আশায় এখন থেকেই ভিড় শুরু হয়েছে প্রয়াগরাজে। হাজির অসংখ্য নাগা সন্ন্যাসী। নাগা সাধুসন্তদের জীবনযাত্রা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। পুরুষ সাধুদের পাশাপাশি সন্ন্যাসিনীরাও আসেন মহাকুম্ভে। মহিলা নাগা সাধুদের বা নাগা সাধ্বীদের জীবনও কৃচ্ছসাধনের। নাগা সাধুরা অন্যান্য সন্ন্যাসীদের থেকে কিছুটা আলাদা। জানা যায়, আদিগুরু শঙ্করাচার্যই নাগা সাধুদের শিক্ষা দিতেন হিন্দুধর্মকে রক্ষা করার। অন্যান্য বারের মতো, ২০২৫ সালের প্রয়াগরাজের মহাকুম্ভেও বড় সংখ্যায় যোগ দিচ্ছেন মহিলা নাগা সন্ন্যাসীরা (Female Naga Sadhus)। তাঁদের সম্পর্কে সাতটি বিষয় আমরা জেনে নেব।


সম্পূর্ণভাবে কঠোর ব্রত পালন করেন মহিলা নাগা সন্ন্যাসীরা (Maha Kumbh 2025)

আধ্যাত্মিকতার সন্ধানে মহিলা নাগা সাধুরাও (Maha Kumbh 2025), পার্থিব জগতের সমস্ত বস্তুগত সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে, নিজেদের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন সন্ন্যাস ধর্ম বেছে নেন। যোগব্যায়াম, ধ্যান, জপের অনুশীলন করেই তাঁরা দিন চর্চা করেন। তবে, মহিলা নাগা সাধুরা বস্ত্রহীনা হন না, তাঁরা পোশাক সেলাইবিহীন পোশাক পরেন এবং কপালে তিলক লাগান।

কঠোর জীবনযাপন (Maha Kumbh 2025)

মহিলা নাগা সন্ন্যাসী (Female Naga Sadhus) হতে কঠোর জীবনযাপনের অনুশীলন করতে হয়। বছরের পর বছর ধরে তাঁদেরকে ব্রহ্মচর্য, ধ্যান- এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেতে হয়।

সমতার প্রচার (Maha Kumbh 2025)

মহিলা নাগা সন্ন্যাসীরা নারী শক্তি এবং আধ্যাত্মিক স্বাধীনতার প্রতীক হিসেবে কাজ করেন। পুরুষদের মতো মহিলারাও যে একইভাবে, একই পদ্ধতিতে আধ্যাত্মিক অনুশীলনের দাবিদার, সেটা মহিলা নাগা সন্ন্যাসীদের দেখলেই বোঝা যায়।

প্রতিনিয়ত তপস্যা ও শৃঙ্খলা পরায়ণজীবন

দীক্ষা গ্রহণের পরে মহিলা নাগা সাধুদের অত্যন্ত কঠোর জীবন যাপন করতে হয়। তাঁরা গুহা, জঙ্গল বা নদীর ধারে কোনও আশ্রমে বাস করেন। সাধারণভাবে তাঁরা ভগবান শিবের উপাসনা করেন।

মহিলা নাগা সাধুদের আখড়া

অনেক ক্ষেত্রে মহিলা নাগা সাধুরা আখড়াতেও থাকেন এবং সেখানে তাঁরা অধ্যয়ন করেন। আখড়াগুলি অনেক ক্ষেত্রে আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র হিসেবেও কাজ করে।

কুম্ভ মেলায় ব্যাপক ভিড় দেখা যায় মহিলা নাগা সাধুদের

প্রায় প্রতিটি কুম্ভ মেলাতেই মহিলা নাগা সাধুদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তাঁরা বিভিন্ন শোভাযাত্রা পরিচালনা করেন এবং শাহি স্নানে অংশগ্রহণ করেন।

নারী ক্ষমতায়ন

মহিলা নাগা সাধুরা আজ নারী ক্ষমতায়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তাঁরাই প্রমাণ করেছেন যে আধ্যাত্মিকতার পথে কোনও লিঙ্গ বৈষম্য নেই।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bangla news

madhyom news

news in bengali

Maha Kumbh 2025

Maha Kumbh

Female Naga Sadhus

Naga Sadhus

Adiguru Shankaracharya 


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর