img

Follow us on

Wednesday, Jan 08, 2025

Makar Sankranti 2025: মকর সংক্রান্তির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনি, কেন স্নান গুরুত্বপূর্ণ জানেন?

Mythological Stories: সারা ভারতে কীভাবে পালিত হয় মকর সংক্রান্তি জানেন?

img

শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পেতে মকর সংক্রান্তির দিনে উপবাস করেছিলেন যশোদা। সংগৃহীত চিত্র।

  2025-01-07 16:41:41

মাধ্যম নিউজ ডেস্ক: মকর সংক্রান্তির (Makar Sankranti 2025) সঙ্গে জড়িয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনি। বলা হয়, এদিন থেকেই সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে ক্রমে ক্রমে সরে যায়। ফলে দিন বড় হতে শুরু করে এবং রাত ছোট হয়। হিন্দুশাস্ত্র মতে এইদিনে স্নান করলে সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। একই ভাবে স্নানের পর জল সূর্য দেবতার উদ্দেশে নিবেদন করলে দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এ দিনের মাহাত্ম্যকথা সম্পর্কে একাধিক গল্প পাওয়া যায়। এই দিনটি সূর্য উপাসনা, উপবাস, শ্রীকৃষ্ণ ও মাতা যশোদার সঙ্গে জড়িত। মহাভারতের (Mythological Stories) পিতামহ ভীষ্ম নিজের দেহ ত্যাগের জন্য এই মকর সংক্রান্তির জন্য দিনকে বেছে নিয়েছিলেন। আসুন এবার যেনে নিই এই বিশেষ দিনের গুরুত্ব কী।

পিঠে, পুলি, পায়েস রান্না হয় মকর সংক্রান্তিতে (Makar Sankranti 2025)

মকর সংক্রান্তি (Makar Sankranti 2025) হিন্দু ক্যালেন্ডার মতে প্রতি বছর পৌষ মাসের সংক্রান্তির (শেষ) দিনে অনুষ্ঠিত হয়ে থাকে। ইংরেজি মতে, তা ১৪ বা ১৫ জানুয়ারি তারিখ হয়ে থাকে। এ বছর মকর সংক্রান্তি পড়েছে ১৪ জানুয়রি। সারা ভারতে মকর সংক্রান্তি পালিত হয়। তবে দেশের এক এক রাজ্যে এক এক নামে এই উৎসবের নামকরণ করা হয়েছে। যেমন-দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ুতে এই উৎসবের নাম হয়েছে ‘পোঙ্গল’, কর্নাটকে নাম হয়েছে ‘সংক্রান্তি’, হারিয়ানায় নাম হয়েছে ‘মাঘি’, গুজরাট, উত্তরাখণ্ডে নাম হয়েছে ‘উত্তরায়ণ’, উত্তর প্রদেশ, বিহারে নাম হয়েছে ‘খিচড়ি’। তবে মকর নামেই সারাদেশে ব্যাপক ভাবে পরিচিত হয়েছে। বাংলায় নাম হয়েছে মকর সংক্রান্তি। হিন্দু বাঙালির ঘরে ঘরে এদিন পিঠে, পুলি, পায়েস রান্না হয়। রাধাকৃষ্ণের পুজো এবং বাড়িতে গরু বা গো-মাতার পুজো করা হয়। মেয়েরা ব্রত কথা পাঠ করে, গ্রামে-গঞ্জে বসে লোকগীতি, বাউল ও নাম কীর্তনের আসর। সব চেয়ে বড় মেলা বসে গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে এবং বীরভূমের কেন্দুলিতে জয়দেবের মেলা। পুরাণ অনুযায়ী, মকর সংক্রান্তির দিন গঙ্গা ভগীরথকে অনুসরণ করে সাগরে কপিল মুনির আশ্রমে মিলিত হয়েছিলেন।

সূর্য পুজোর একটা বিশেষ গুরুত্ব রয়েছে

এই মকর সংক্রান্তির (Makar Sankranti 2025) সঙ্গে সূর্য পুজোর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য হল শক্তির প্রতীক। যাদের রাশিতে সূর্যের অবস্থান ঠিক থাকে না তাদের সূর্য নারায়ণকে নমস্কার করে জল তর্পণ করতে হয়। সূর্যের চলনের উপর নির্ভর করে সকল নিয়ম কানুনকে মেনে চলতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে, সংক্রান্তি মানে সূর্যের রাশি পরিবর্তন। মকর সংক্রান্তিতে, সূর্য দেবতা উত্তর দিকে অগ্রসর হয়ে ধনু রাশি থেকে বের হয়ে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে উত্তরায়ণ বলা হয়। শাস্ত্রে উত্তরায়ণের দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নান, দান ও পুজো করলে শুভ ফল পাওয়া যায়। মনে করা হয় উত্তরায়ণে এদিন প্রাণ উৎসর্গ বা দেহ ত্যাগ করলে সরাসরি মোক্ষ লাভ পাওয়া যায় বলে বিশ্বাস।

আরও পড়ুনঃ পান্নুনের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র, সিদ্ধান্ত বহাল রাখল ট্রাইব্যুনাল

যশোদা শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পেতে উপবাস করেছিলেন

মকর সংক্রান্তি (Makar Sankranti 2025) এবং সূর্যদেবের উপাসনার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এবং যশোদার সঙ্গে জড়িত। পৌরাণিক কাহিনী (Mythological Stories) অনুযায়ী, যশোদা শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য মকর সংক্রান্তির দিন উপবাস করেছিলেন। সাধারণত শ্রীরাম ত্রেতাযুগে বনবাস থেকে ফিরে আসার পর, কৈকেয়ী তাঁকে বলেছিলেন যে, পরবর্তী জীবনে আমার গর্ভে যেন জন্মগ্রহণ করেন। আমি যেন আপনার মা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। সেই সময়ে ভগবান মাতা কৈকেয়ীর সকল মনোবাসনা পূর্ণ করেন। রাণীমার আশীর্বাদে রামচন্দ্র জানিয়েছেন, মা তুমি কষ্ট পেয় না। কৈকেয়ীর অনুরোধে তাঁর গর্ভেই জন্মগ্রহণ করবে। পুত্র হিসেবে তিনি ডাকতে পারবেন। এই কারণেই দ্বাপরে ভগবান রাম, মা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন। কিন্তু ঘটনাক্রমে দেবকির গর্ভে জন্ম নিলেও যশোদার কাছে মানুষ হন কৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণকে যশোদা নন্দনও বলা হয়।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

news in bengali

shri krishna

makar sankranti 2025

Mythological Stories


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর