img

Follow us on

Sunday, Jan 19, 2025

Pitru Paksha 2022: আজ সূচনা হচ্ছে পিতৃপক্ষের, কীভাবে করবেন তর্পণ, জেনে নিন

আজ সূচনা হচ্ছে পিতৃপক্ষের, কীভাবে করবেন তর্পণ, জেনে নিন

img

পিতৃপক্ষ

  2022-09-09 18:22:28

মাধ্যম নিউজ ডেস্ক: ভাদ্র মাসের পূর্ণিমার শুক্লপক্ষ থেকে পিতৃপক্ষের (Pitru Paksha 2022) সূচনা হয়। এই বছর ১০ সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে (Pitru Paksha Starts on 10th September)। শেষ হবে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে। এবছর ২৫ সেপ্টেম্বর অবসান হচ্ছে পিতৃপক্ষের (Pitru Paksha Ends on 25th September)। এই তিথিকে অনেকে সর্বপিতৃ অমাবস্যাও বলে থাকেন। এদিনই পিতৃপক্ষের শেষ ও দেবী পক্ষের সূচনা হয়। এই সন্ধিক্ষণকেই আমরা 'মহালয়া' বলি। অতএব চলতি বছর ২৫ সেপ্টেম্বর সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া। এর পরদিনই প্রতিপদা। সেই দিনই দুর্গা পুজোর সূচনার ঘোষণা হয়। 

মনে করা হয়, পূর্বপুরুষরা পিতৃপক্ষের সময়ে মর্ত্যে নেমে এসে তাঁদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন। এই বিশেষ সময়কালে বেশ কয়েকটি নিয়মও পালন করা হয় শাস্ত্র মতে। পিতৃপক্ষের অবসান যেদিন হয়, সেদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে অনেকেই তর্পণ করে থাকেন। জেনে নিন পিতৃপক্ষের মাহাত্ম্য ও তর্পণ সম্পর্কে।

আরও পড়ুন: অনন্ত চতুর্দশী কবে জানেন? কেন পালন করা হয় এই বিশেষ দিন? কী এর মাহাত্ম্য?

শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষে কোনও শুভ কাজ হয় না। বলা হয় এই সময় কোনও আনন্দের বা শুভ কাজ করলে অসন্তুষ্ট হয় পিতৃপুরুষরা। তাই এই সময় বিয়ে, গৃহ প্রবেশের মতো শুভ কাজ করা হয় না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে জাতকদের পিতৃ দোষ থাকে, তাঁরা পূর্ব পুরুষদের শান্ত করার উপায় করলে সেই দোষ থেকে মুক্তি পেতে পারেন। 

পিতৃপক্ষে পূর্বপুরুষদের পিণ্ডদান করা হয়। পূর্ব পুরুষের উদ্দেশে এই সময় কোনও খাবার উৎসর্গ করলে তা পরে কাক, গরু কুকুরকে খাইয়ে দেওয়ার রীতি প্রচলিত। পিতৃপক্ষে অনেকে ব্রাহ্মণ ভোজন এবং পূর্বপুরুষদের উদ্দেশে দান করে পুণ্য সঞ্চয় করে থাকেন।শাস্ত্রে বলা হয়, পিতৃপক্ষের সময় শ্রাদ্ধ না-করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি হয় না। এই সময় পিতৃপুরুষের উদ্দেশে দেওয়া বাসনপত্র যেন লোহার না হয়, এতে গৃহস্থের অমঙ্গল হয়। কাঁসা বা পিতলের পাত্রে পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাবার দিন। এই সময় আপনার বাড়ির দরজায় কোনও ভিক্ষুক এলে তাঁকে অবশ্যই ভিক্ষে দিন। এই সময় দানে খুব ভালো ফল পাওয়া যায়। তর্পণে পূর্বপুরুষরা সন্তুষ্ট হলে পরিজনদের আশীর্বাদ দেন।  

আরও পড়ুন: দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী, জানুন এই বিশেষ দিনের মাহাত্ম্য, তাৎপর্য
  
পিতৃপক্ষের প্রধান কিছু তারিখ

১০ সেপ্টেম্বর- পূর্ণিমা শ্রাদ্ধ, ভাদ্রপদ, শুক্ল পূর্ণিমা

১১ সেপ্টেম্বর- প্রতিপদা শ্রাদ্ধ, আশ্বিন, কৃষ্ণ প্রতিপদা

১২ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ দ্বিতীয়া

১৩ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ তৃতীয়া

১৪ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ চতুর্থী

১৫ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ পঞ্চমী

১৬ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ ষষ্ঠী

১৭ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ সপ্তমী

১৮ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ অষ্টমী

১৯ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ নবমী

২০ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ দশমী

২১ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ একাদশী

২২ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ দ্বাদশী

২৩ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ ত্রয়োদশী

২৪ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ চতুর্দশী

২৫ সেপ্টেম্বর- আশ্বিন, কৃষ্ণ অমাবস্যা, সর্বপিতৃ অমাবস্যা, মহালয়া

তর্পণের নিয়ম

অনেকে পিতৃপক্ষের সময় প্রতিদিন পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। আবার অনেকে যে তিথিতে নিজের আত্মীয়স্বজনদের হারিয়েছেন, সেই তিথিতে ব্রাহ্মণ ভোজন করিয়ে শ্রাদ্ধ করান। পিতৃপক্ষে কোনও পবিত্র নদীতে স্নান করে তিল-জল দিয়ে তর্পণ ও পিণ্ডদান করা উচিত। ব্রাহ্মণ ভোজনের ক্ষেত্রে ব্রাহ্মণদের বাড়িতে ডেকে ভোজন করাতে পারেন ও সাধ্যমতো দান করতে পারেন। পিতৃপক্ষের দিনে ব্রহ্মচর্য পালন করা হয়। এ সময় তেল লাগানো যাবে না বা পেঁয়াজ-রসুন খাওয়া যাবে না।    

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Pitru Paksha 2022

Pitru Paksha Starts on 10th September

Pitru Paksha Ends on 25th September