কেমন যাবে আজকের দিনটি (শনিবার, ০২/০৯/২০২৩)
প্রতীকী ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য--কেমন কাটবে দিন?
মেষ
১) নিজের উচ্চাকাঙ্খা পূরণে সফল হবেন। তাই চেষ্টা চালিয়ে যান।
২) চাকরিজীবীরা অংশীদারীত্বের কাজ করতে চাইলে, তার জন্য সময় বের করতে হবে।
বৃষ
১) সন্ধ্যা নাগাদ পরিবারে কোনও বিশেষ অতিথি আসতে পারেন।
২) শ্বশুরবাড়ির তরফে ধন লাভের সম্ভাবনা রয়েছে।
মিথুন
১) প্রচুর ধন লাভ করতে পারবেন আজ।
২) ব্যবসার গতি বাড়ানোর জন্য অধিক পরিশ্রম করতে হবে। তখনই অগ্রসর হতে পারবেন।
কর্কট
১) কিছু সমস্যার মুখে পড়তে পারেন এই রাশির জাতক। তবে পরবর্তীকালে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে।
২) ছাত্রদের পরীক্ষায় সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।
সিংহ
১) চাকরিজীবীরা মহিলা বন্ধুদের সাহায্যে ধন লাভ করতে পারেন।
২) আলস্য ও বিশ্রাম ত্যাগ করে অগ্রসর হতে হবে। তখনই ব্যবসায়ে গতি বাড়াতে পারবেন।
কন্যা
১) ব্যস্ততা সত্ত্বেও পারিবারিক জীবনের জন্য সময় বের করতে পারবেন না। এর ফলে আপনার মা রুষ্ট হবেন।
২) সরকারি চাকরিজীবীদের পদোন্নতি সম্ভব। এর ফলে তাঁদের মন প্রসন্ন হবে।
তুলা
১) সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে প্রসিদ্ধি বাড়বে। আপনি এর পূর্ণ লাভ অর্জন করবেন।
২) কিছু নতুন শত্রু উৎপন্ন হতে পারে। সাহস ও বুদ্ধিমানীর সাহায্যে তাঁদের পরাজিত করতে পারবেন।
বৃশ্চিক
১) পরিবারে বোনের বিয়েতে আগত বাধা কোনও আত্মীয়ের সাহায্যে দূর হবে।
২) জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন।
ধনু
১) দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা অত্যন্ত কষ্টে পূর্ণ হতে পারে।
২) দৈনন্দিন কাজের বিশেষ যত্ন নিন। কারণ আপনি বহুদিন ধরে এমন কাজ এড়িয়ে যাচ্ছেন। এবার সেই কাজ সম্পন্ন করার দিন।
মকর
১) শ্বশুরবাড়ির তরফে কোনও সম্পত্তি উপহার পেতে পারেন।
২) সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন।
কুম্ভ
১) সন্ধ্যাবেলা মা-বাবাকে মন্দিরে নিয়ে যেতে পারেন।
২) অংশীদারীত্বে কোনও ব্যবসা করে থাকলে তাতে ভালো মুনাফা অর্জন করবেন।
মীন
১) কেউ আপনার কাছ থেকে টাকা ধার চাইলে তা এড়িয়ে যান। সেই টাকা ফিরে না-ও পেতে পারেন।
২) মা-বাবার আশীর্বাদে করে থাকা কাজ সফল হবে। লাভ অর্জন করবেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।