কেমন যাবে আজকের দিনটি (শনিবার ০৩/০২/২০২৪)
প্রতিনিধিত্বমূলক ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?
মেষ
১) কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ লক্ষণীয় হয়ে উঠবে।
২) অযাচিত অর্থলাভের যোগ রয়েছে আজ।
৩) কোনও বয়স্ক ব্যক্তির সান্নিধ্যে ধর্মালোচনা।
বৃষ
১) দিনটা মানসিক দিক থেকে সাময়িক অস্থিরতা বৃদ্ধি করলেও মোটামুটি আনন্দের মধ্যেই সময়াতিপাত করবেন।
২) অর্থভাগ্য সুপ্রসন্ন তবে ব্যয়চাপ কমবে না।
৩) কর্মক্ষেত্র সম্পর্কে কমবেশি দুশ্চিন্তা বর্তমান থাকবে।
মিথুন
১) কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক দুশ্চিন্তা বর্তমান থাকবে।
২) নতুন কোনও কর্মের যোগাযোগ আসতে পারে।
৩) দুশ্চিন্তার মধ্যে দিয়ে অর্থ আসবে।
কর্কট
১) কর্মক্ষেত্র সম্পর্কে মানসিক অতৃপ্তি থাকবে।
২) পূর্বের তুলনায় যোগাযোগ ও আয় বৃদ্ধি পাবে।
৩) কোনও সুসংবাদে উৎসাহিত।
সিংহ
১) মনের দিক থেকে মোটেই শান্তি পাবেন না।
২) কর্মক্ষেত্রের যোগাযোগে একটু ভাটা পড়তে পারে।
৩) শারীরিক দিক থেকেও অস্বস্তিবোধ করবেন।
কন্যা
১) দিনটা সর্বাঙ্গীণ আনন্দদায়ক তবে প্রথমভাগে মানসিক অস্থিরতা বর্তমান থাকবে।
২) বন্ধু সঙ্গ প্রীতি বৃদ্ধি ও কোথাও বেড়াতে যাবেন।
৩) অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ হবে।
তুলা
১) দিনটা বেশ আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে অতিবাহিত হবে।
২) কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে।
৩) পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও অযাচিত যোগাযোগে অর্থলাভ হবে।
বৃশ্চিক
১) আপনার বিরুদ্ধে কোনও সমালোচনা মনের উপর চাপ বৃদ্ধি করবে।
২) কোনও আঘাতমূলক কথা শুনতে হবে।
৩) গুরুজন কর্তৃক তিরস্কৃত হবেন।
ধনু
১) অপরে আপনার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে উঠতে পারে।
২) সাময়িক কোনও ঘটনা মানসিক শান্তির অন্তরায় হয়ে দেখা দেবে।
৩) কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা হতাশার সৃষ্টি করবে।
মকর
১) কর্মক্ষেত্র পূর্বের তুলনায় অনেকাংশে আশাপ্রদ হলেও গুপ্ত শত্রুর প্রভাব মানসিক শান্তি নষ্ট করতে পারে।
২) স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক হন।
৩) আর্থিক টানাটানির অবসান ঘটবে।
কুম্ভ
১) চিত্ত চঞ্চলতা ও অস্থিরতার মধ্যে দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে।
২) কর্মে আলস্য ও অনিচ্ছার ভাব দেখা দেবে।
৩) সামান্য আর্থিক উন্নতি হলেও লক্ষণীয় কোনও পরিবর্তন হবে না।
মীন
১) পূর্বকৃত কর্মের জন্য সম্মানিত হবেন।
২) কোন গুণী ব্যক্তির সহায়তা লাভ হবে।
৩) প্রত্যাশিতভাবেই আজ কিছু অর্থ রোজগার করবেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।