কেমন যাবে আজকের দিনটি (বুধবার ০৭/০২/২০২৪)
প্রতীকী ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?
মেষ
১) দিনটা আনন্দের মধ্যেই অতিবাহিত হবে।
২) কর্মক্ষেত্রে নতুন কোনও যোগাযোগ উৎসাহিত করবে।
৩) পূর্বের তুলনায় আয় একটু বাড়বে।
বৃষ
১) কর্মক্ষেত্রে নৈরাশ্যের মধ্যেও আশার আলোকপাত হতে পারে।
২) নতুন কোনও সমস্যার জন্য তৈরি থাকুন।
৩) আয়ের ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ।
মিথুন
১) মোটামুটি অস্বস্তিকর পরিবেশের মধ্যেও দিনটা আনন্দবর্দ্ধক।
২) কোনও সংবাদ কিংবা যোগাযোগ সার্থক রূপ নিতে পারে।
৩) মনের উপর চাপ থাকবে প্রবল।
কর্কট
১) কোনও গুণী ব্যক্তির সহায়তা লাভ।
২) কোনও আনন্দদায়ক সংবাদ লাভ।
৩) নতুন দ্রব্য কেনাকাটা।
সিংহ
১) নতুন কোনও যোগাযোগ আসবে, তবে সাফল্যদায়ক হবে না।
২) কারও সাথে অযথা মতবিরোধ জনিত অশান্তি।
৩) কাছাকাছি কোথাও ভ্রমণ।
কন্যা
১) হঠাৎ কোনও সুসংবাদ পাবেন।
২) সামান্য কোনও ব্যাপার ভাবিয়ে তুলবে।
৩) কোনও গুণের জন্য সমাদৃত হবেন।
তুলা
১) আয়ের চেয়ে ব্যয় বাড়বে।
২) কারও অনুরোধ অনিচ্ছা সত্ত্বেও রাখতে হবে।
৩) শারীরিক ম্যাজমেজে ভাব দেখা দেবে।
বৃশ্চিক
১) কোনও কাজেই মেজাজ পাবেন না।
২) কর্মক্ষেত্রে বা আর্থিক দিক থেকেও একথা একই ভাবে প্রযোজ্য।
৩) কোনও শুভ সংবাদ আনন্দ দেবে।
ধনু
১) কোনও ঘটনায় মানসিক উৎকণ্ঠা এবং কোনও ব্যাপারে কথার খেলাপ হবে।
২) অপ্রত্যাশিত যোগাযোগ, কোনও দ্রব্য কিংবা অর্থলাভ হবে।
৩) শুভকর্মে অর্থ ব্যয় ও কারও সহায়তায় উপকৃত হবেন।
মকর
১) কোনও সৎকর্মে অর্থ ব্যয় হবে।
২) কোনও ব্যক্তির কাজ আপনার বিরুদ্ধ বলে মনে হবে।
৩) কোনও নতুন দ্রব্য লাভ হবে।
কুম্ভ
১) নতুন কর্মের যোগাযোগ আসতে পারে।
২) নিজ ভুলে দ্রব্য ক্ষতির সম্ভাবনা।
৩) দিনটা বেশ আনন্দের মধ্যেই কাটবে।
মীন
১) লক্ষণীয় কোনও আর্থিক পরিবর্তন না হলেও টুকটাক অর্থ হাতে আসবে।
২) মানসিক চাপ যাই থাকুক না কেন দিনটা আনন্দবর্ধক।
৩) অযাচিত কিছু অর্থ বা দ্রব্য লাভ যোগ বর্তমান।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।