কেমন যাবে আজকের দিনটি (রবিবার, ১০/০৯/২০২৩)
প্রতীকী ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য--কেমন কাটবে দিন?
মেষ
১) স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না।
২) ব্যবসায়ীদের ব্য়বসায় কিছু পরিবর্তন করতে হবে, এর দ্বারা লাভন্বিত হবেন।
বৃষ
১) মন শান্ত রেখে প্রাথমিক গুরুত্ব অনুযায়ী কাজ করুন।
২) অফিসে কোনও সহকর্মীর কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন।
মিথুন
১) নতুন কাজে অর্থ লগ্নি করবেন। এর ফলে ভবিষ্যতে লাভ হবে।
২) পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য সম্ভব। এমন পরিস্থিতিতে শান্ত থাকতে হবে।
কর্কট
১) সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
২) বন্ধু সংখ্যা বাড়বে ও ভবিষ্যতে লাভ তুলতে পারবেন।
সিংহ
১) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
২) দরিদ্রদের সাহায্য করবেন।
কন্যা
১) যে কাজে হাত দেবেন, তা ভালো ভাবে পূর্ণ হবে। পছন্দের কাজ আগে করুন।
২) সন্ধ্যা থেকে রাতের মধ্যে অনাবশ্যক ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।
তুলা
১) পরিবারে কোনও সংবাদ পেতে পারেন, যা শুনে মনে আনন্দে ভরে যাবে।
২) চাকরিজীবীরা ভালো সুযোগ পাবেন।
বৃশ্চিক
১) সন্ধ্যাবেলা পরিবারের ছোট বাচ্চাদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন।
২) কারও সঙ্গে আর্থিক লেনদেন করার পরিকল্পনা করে থাকলে তা আপাতত বাতিল করে দিন। কারণ সেই টাকা আটকে যেতে পারে।
ধনু
১) কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পাবেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
২) শ্বশুরবাড়িতে শালার সঙ্গে তর্ক হতে পারে। বাণী মাধুর্য বজায় রাখুন। তা না-হলে সম্পর্কে বিভেদ সৃষ্টি হতে পারে।
মকর
১) সন্ধ্যাবেলা বাইরে ঘুরতে যাওয়ার সময়ে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করতে পারেন।
২) পরিজনদের সাহায্যে পারিবারিক সমস্যার সমাধানে সফল হবেন।
কুম্ভ
১) পরিবারের সদস্যদের জন্য পার্টির আয়োজন করবেন।
২) ছোট ব্যবসায়ীদের নগদ টাকার অভাব হতে পারে।
মীন
১) প্রেমীকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করানোর জন্য আজকের দিনটি ভালো।
২) সন্ধ্যাবেলা বাড়িতে অতিথি আগমন হতে পারে। এর ফলে অর্থ ব্যয় করতে হবে। ধন লাভ সম্ভব।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।