কেমন যাবে আজকের দিনটি (সোমবার, ১১/০৯/২০২৩)
প্রতীকী ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য--কেমন কাটবে দিন?
মেষ
১) ব্যবসায়ীরা বড়সড় মুনাফা পাবেন।
২) কোথাও লগ্নি করে থাকলে তা থেকে ভালো রিটার্ন পাবেন।
বৃষ
১) আত্মীয়রা আপনার সাহায্য় চাইতে আসতে পারেন।
২) ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগত বাধা দূর করার জন্য শিক্ষকের পরামর্শ নেবেন।
মিথুন
১) স্থান পরিবর্তনের কথা চিন্তাভাবনা করে থাকলে দিন ভালো।
২) ভেবেচিন্তে ঋণ দেবেন। কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম।
কর্কট
১) ছোটখাট সংঘাত বাধতে পারে। তাই শান্ত থাকুন। তা না-হলে আধিকারিকদের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
২) সন্ধ্যাবেলা মা-বাবার সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটাবেন।
সিংহ
১) মা-বাবার আশীর্বাদে যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন।
২) দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এবার ফিরে পেতে পারেন।
কন্যা
১) কঠিন পরিশ্রম করলে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।
২) ব্যবসার জন্য বরিষ্ঠ সদস্যের পরামর্শ নিতে পারেন। এর ফলে লাভের সুযোগ পাবেন।
তুলা
১) বন্ধুর সংখ্যা, জনসমর্থন বাড়তে পারে। এর দ্বারা লাভান্বিত হবেন।
২) আর্থিক দিক দিয়ে আজকের দিন ভালো।
বৃশ্চিক
১) আয় মাথায় রেখে কাজ করতে হবে, তা না-হলে আর্থিক পরিস্থিতি নষ্ট হতে পারে।
২) কোনও কোর্সে সন্তানকে ভরতি করার পরিকল্পনা করে থাকলে, তার জন্য দিন ভালো।
ধনু
১) সন্ধ্যাবেলা অতিথি আগমন হবে ও এতে অর্থ ব্যয় হতে পারে।
২) শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ হবে।
মকর
১) কোনও বিশেষ বস্তু পাবেন। যা দেখে মন আনন্দিত হবে।
২) ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। বড়সড় সাফল্য লাভ করতে পারবেন।
কুম্ভ
১) জীবনসঙ্গীকে বাইরে কোথাও নিয়ে যেতে পারেন ও তাঁর জন্য় উপহার কিনতে পারেন।
২) আকস্মিক অর্থ লাভ সম্ভব।
মীন
১) পরিবারের সদস্যরা আপনার জন্য কোনও সারপ্রাইজ পার্টি প্ল্যান করতে পারেন।
২) শ্বশুরবাড়ির তরফে সমস্যার মুখোমুখি হবেন। এ ক্ষেত্রে জীবনসঙ্গীর সাহায্য পাবেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।