কেমন যাবে আজকের দিনটি (সোমবার ১২/০২/২০২৪)
প্রতীকী ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?
মেষ
১) কর্ম ও আর্থিক ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ।
২) সমস্ত কাজেই একটা অযথা উৎকণ্ঠা বিব্রত করে রাখবে।
৩) নতুন কোনও পরিকল্পনা মাথায় আসতে পারে।
বৃষ
১) দিনের অধিকাংশ সময় শারীরিক অস্বস্তিবোধ করবেন।
২) দিনভর থাকবে মানসিক উদ্বেগ ও অশান্তি।
৩) দুশ্চিন্তার মধ্যে সামান্য আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি পেলেও কর্মক্ষেত্র থাকবে হতাশাপূর্ণ।
মিথুন
১) নিঃসন্দেহে কমবেশি আয় বৃদ্ধি পাবে, তবে মানসিক দুশ্চিন্তা কমবে না।
২) কর্মক্ষেত্রের পরিবেশ বাধামুক্ত।
৩) অপ্রত্যাশিত কোনও সহযোগিতা কিংবা অর্থলাভ।
কর্কট
১) কর্মক্ষেত্রে উৎসাহবর্দ্ধক কোনও যোগাযোগ আসবে।
২) আয় বৃদ্ধি এবং সামান্য আর্থিক উন্নতি হবে।
৩) কোনও কাজের ব্যাপারে প্রশংসিত হবেন।
সিংহ
১) দিনটা আনন্দদায়ক হলেও মধ্যভাগে মানসিক শান্তি ব্যাহত হবে।
২) কেউ অকারণে দোষারোপ করবে ও ভুল বুঝবে।
৩) মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে।
কন্যা
১) কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা দেখা দিলেও আয়ের ক্ষেত্র প্রসারিত হবে।
২) শরীর ও মনের উপর একটানা চাপ থেকে যাবে।
৩) চিত্ত চঞ্চলতা বাড়বে প্রবল।
তুলা
১) মানসিক চাপ ও চঞ্চলতা বাড়লেও কর্ম ও আর্থিক ক্ষেত্র কিছুটা আশার আলো দেখাবে।
২) নতুন যোগাযোগ ও পূর্বের তুলনায় সামান্য আয় বৃদ্ধি পাবে।
৩) সামান্য কথা নিয়ে বচসা ও ঝগড়া সৃষ্টি হবে।
বৃশ্চিক
১) দেহ ও মন উভয়ই অস্বস্তিসূচক।
২) কর্ম ও আর্থিক ক্ষেত্র দুশ্চিন্তায় ফেলবে।
৩) সামান্য অর্থ হাতে এলেও কোনও দ্রব্য বা অর্থক্ষতির যোগ বর্তমান।
ধনু
১) দেহ ও মন উভয়ই অস্বস্তিসূচক।
২) কর্ম ও আর্থিক ক্ষেত্র দুশ্চিন্তায় ফেলবে।
৩) সামান্য অর্থ হাতে এলেও কোনও দ্রব্য বা অর্থক্ষতির যোগ বর্তমান।
মকর
১) সামান্য আয় বৃদ্ধি পেলেও মনকে কর্ম ও আর্থিক বিষয়ে একটা উদ্বেগ অধিকাংশ সময় বিষাদাচ্ছন্ন করে তুলবে।
২) কারও অপ্রীতিভাজন ও অন্যে ভুল বুঝে দোষারোপ করতে পারে।
৩) গৃহে অতিথির আগমন হতে পারে।
কুম্ভ
১) আজকের দিনটা আপনার ধৈর্য ও অধ্যবসায় প্রত্যাশা করে।
২) কর্মক্ষেত্রে নতুন সামান্য ঝঞ্ঝাট দেখা দিতে পারে।
৩) নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিনটা।
মীন
১) দিনটা আনন্দের মধ্যে কাটবে।
২) দিনের মধ্যভাগে মানসিক প্রফুল্লতা নষ্ট হবে।
৩) কেউ অকারণ দোষারোপ করবে ও ভুল বুঝবে।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।