কেমন যাবে আজকের দিনটি (বৃহস্পতিবার, ১৯/১০/২০২৩)
প্রতীকী ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য--কেমন কাটবে দিন?
মেষ
১) মধুর ব্যবহারের সাহায্যে সমস্ত কাজ সহজেই পুরো করে নিতে পারবেন।
২) ভেবেচিন্তে কথা বলুন। না-পারলে চুপ থাকাই শ্রেয়।
বৃষ
১) অনৈতিক পথে লাভ উপার্জনের লোভ বাড়বে। কিন্তু তা এড়িয়ে যান, না-হলে ভবিষ্যতে লোকসান হতে পারে।
২) লাভের সুযোগ পাবেন, তবে নিজের সিদ্ধান্তহীনতার কারণে তার সুযোগ তুলতে পারবে না।
মিথুন
১) কঠিন পরিশ্রম সত্ত্বেও কাজ অসম্পূর্ণ থেকে যাবে।
২) প্রয়োজনের সময়ে অর্থ না-পাওয়ায় হতাশ হবেন।
কর্কট
১) পরিবারের সদস্যদের সঙ্গে মতভেদ হবে।
২) ভুল বোঝাবুঝির কারণে অধিক চিন্তিত থাকবেন।
সিংহ
১) সন্তানের জেদ আপনাকে অস্বস্তিতে ফেলে দেবে।
২) কর্মক্ষেত্রে প্রতিযোগিতা কমায় লাভ হবে।
কন্যা
১) কাজকর্মে আর্থিক লাভ হবে, কিন্তু সেই কাজ পিছিয়ে যাবে।
২) ব্যয়ের কারণে আর্থিক সমস্যা হবে।
তুলা
১) আপনার সাফল্যের পিছনে বিশেষজ্ঞদের যোগদান থাকবে। তবে নিজের স্বার্থের কারণে কারও উপকার স্বীকার করবেন না।
২) মহিলা বন্ধুর সঙ্গে অধিক ঘনিষ্ঠতা রাখার কারণে নিন্দার পাত্র হতে পারেন।
বৃশ্চিক
১) আর্থিক লাভ অর্জন করা কঠিন হবে এই রাশির জাতকদের।
২) দূরের কোনও আত্মীয়ের কাছ থেকে দুঃসংবাদ পেতে পারেন।
ধনু
১) অফিসে নিজের সামর্থ্যের জোরে কাজ করবেন। কারও সাহায্য বা সুপারিশ গ্রহণ করবেন না।
২) পুরনো আটকে থাকা কাজে চমকপ্রদ গতি বাড়বে।
মকর
১) সময়ের মধ্যে চুক্তির কাজ সম্পন্ন করার জন্য অধিক পরিশ্রম করতে হবে।
২) কাজের চাপ বেশি হওয়ায় মেজাজ খিটখিটে হবে।
কুম্ভ
১) সরকারের তরফে লাভজনক সংবাদ শুনতে পাবেন।
২) বিদেশি কাজে সাফল্য সুনিশ্চিত হবে।
মীন
১) অধিক আলস্যের কারণে উৎসাহ হারিয়ে ফেলবেন। তবে দুপুরের মধ্যে পরিস্থিতি উন্নত হবে।
২) দায়িত্ব বুঝবেন এবং কোনও বিশেষ ব্যক্তির পথ প্রদর্শনে কর্মক্ষেত্রে লাভজনক চুক্তি লাভ করবেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।