কেমন যাবে আজকের দিনটি (বুধবার, ২৭/০৯/২০২৩)
প্রতীকী ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য--কেমন কাটবে দিন?
মেষ
১) ব্যবসার কারণে দূরের যাত্রা করতে পারেন, এর দ্বারা লাভ হবে।
২) চাকরিজীবীরা ছোটখাটো পার্টটাইম কাজ খুঁজে থাকলে তাতে সফল হবেন।
বৃষ
১) পরিবারের সুখ-সুবিধা বৃদ্ধি করতে পারে এমন জিনিসে অর্থ ব্যয় করতে হবে।
২) পরিবারের বরিষ্ঠ সদস্যের সাহায্যে সমস্যার সমাধান হবে।
মিথুন
১) চাকরির জন্য আবেদন করে থাকলে সাফল্য লাভ করবেন।
২) টাকা-পয়সার বিষয়ে ভাগ্যের সঙ্গ পাবেন। অতিরিক্ত ব্যয় করবেন না।
কর্কট
১) সরকারি চাকরিজীবীদের বদলি হতে পারে। তবে এর দ্বারা লাভান্বিত হবেন।
২) দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি কাজ পুরো করতে পারবেন।
সিংহ
১) জীবনসঙ্গীর শারীরিক কষ্ট উপেক্ষা করবেন না।
২) চাকরি ও ব্যবসায় উন্নতি কামনা করে থাকলে আলস্য ত্যাগ করুন।
কন্যা
১) আবহাওয়ার কারণে সর্দি-কাশির মতো সমস্যা হতে পারে।
২) মায়ের সঙ্গে তর্ক হলে নিজের বাণী মাধুর্য বজায় রাখুন।
তুলা
১) শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করবেন।
২) জীবনসঙ্গীকে বাইরে ঘোরাতে নিয়ে যেতে পারেন।
বৃশ্চিক
১) চাকরিজীবীরা বরিষ্ঠ আধিকারিকদের ক্ষোভের শিকার হবেন।
২) ব্যবসায়ীরা কোনও প্রকল্প শুরু করলে লাভান্বিত হবেন।
ধনু
১) সন্তানের প্রয়োজনীয়তা পূরণে অর্থ ব্যয় করবেন।
২) বন্ধুদের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
মকর
১) সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে কথা বলে সময় কাটাবেন।
২) শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ হবে।
কুম্ভ
১) আধিকারিকদের সাহায্যে সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে।
২) সরকারি কাজ বাতিল করবেন না।
মীন
১) শ্বশুরবাড়ির কোনও সদস্যকে টাকা ধার দিয়ে থাকলে সেই টাকা ফিরে পেতে পারেন।
২) বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত হতে পারেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।