img

Follow us on

Sunday, Jan 19, 2025

Horoscope Today, 14 June 2022: আজ সংযত থাকুন এই রাশির জাতকরা, দেখুন আজকের রাশিফল

Ajker Rashifal: কী বলছে আপনার রাশি? কেমন কাটতে পারে আজকের দিন? এক ঝলকে দেখে নিন...

img

আজকের রাশিফল

  2022-06-14 08:38:55

মেষ: আজ সংযত থাকুন। অকারণে রেগে যাবেন না। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সচেতন থাকতে হবে। বাধা আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা। বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মানসিক শান্তি থাকলেও আত্মবিশ্বাস কম থাকার সম্ভাবনা। পারিবারিক জীবন সুখের হতে পারে। আয় কমার সম্ভাবনা। সঞ্চিত অর্থের পরিমাণও কমতে পারে।

বৃষ: আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকতে পারেন। পরিবারের সঙ্গ পেতে পারেন। চাকরিতে অফিসারদের সহযোগিতা পাওয়া সত্ত্বেও স্থান পরিবর্তন হতে পারে। কথায় ভারসাম্য রাখার চেষ্টা করুন। শিক্ষাক্ষেত্রে সাফল্য আসতে পারে। বন্ধুর সাহায্য পেতে পারেন। আশা-নিরাশা মিশিয়ে দিন কাটার সম্ভাবনা। কোথাও যাত্রা করতে পারেন। 

মিথুন: আজ দিনের প্রথম ভাগে কোনও আর্থিক চাপ বাড়তে পারে। কর্মস্থানে কাজের জন্য সম্মান বাড়ার সম্ভাবনা। বুদ্ধির জোরে বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারেন। দিনের মধ্য ভাগে শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা।

কর্কট: আজ মন অশান্ত থাকার সম্ভাবনা। অশুভ চিন্তা ঘোরাফেরা করতে পারে। কর্মক্ষেত্রে কঠিন সমস্যার মুখোমুখি হতে পারে। পরিবারে কোনও দুশ্চিন্তার কারণ আসতে পারে। শিক্ষাক্ষেত্র এবং ধর্মীয় কাজে বাধা আসতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। চাকরিতে অফিসারদের সহযোগিতা পেতে পারেন। পদোন্নতি হতে পারে। 

সিংহ: আজ নিজেকে সংযত রাখুন। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। জীবনযাপন কষ্টকর হতে পারে। ব্যবসায় আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। শিক্ষায় দিকে নজর দিন। কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসার উন্নতি হতে পারে। অধিক পরিশ্রম করতে হতে পারে।

কন্যা: আজ আত্মবিশ্বাস কম থাকার সম্ভাবনা। মনে অশুভ চিন্তা আনাগোনা করতে পারে। চাকরির ক্ষেত্রে কোনও অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন।পরিশ্রম অধিক করতে হতে পারে। মুডসুইং হতে পারে। পরিবারের সহযোগিতা পেতে পারেন। বাড়ি কিনতে পারেন। সঞ্চিত অর্থ বৃদ্ধির সম্ভাবনা। স্বভাবে জেদ বাড়তে পারে।

তুলা: আজ কোনও পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। অর্থলাভের সম্ভাবনা। স্বাস্থের প্রতি নজর দিন। বাড়ি সম্পত্তির দিক দিয়ে খরচ বাড়তে পারে। খাদ্যের প্রতি সচেতন থাকুন। কথায় সাম্যতা রাখুন। আটকে থাকা কাজ পূরণ হতে পারে। নৈরাশ্য ও অসন্তোষ প্রকাশ পেতে পারে। মায়ের সাহায্য পেতে পারেন। 

বৃশ্চিক: আজ সংযত থাকুন। রাগ এড়িয়ে চলুন। শান্তি রাখার চেষ্টা করুন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক আবার ভালো হতে পারে। ব্যবসা বৃদ্ধি পেতে পারে। ব্যাবসায় আয়ের যোগ আছে। পরিবারের কোনও কারণে আপনার মনঃক্ষুণ্ণ হতে পারে। মায়ের সঙ্গ পেতে পারেন। ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন। অধিক পরিশ্রম করতে হতে পারে। শুভ ফলের সম্ভাবনা। 

ধনু: আজ মন অশান্ত থাকতে পারে। চাকরিতে বা কার্যক্ষেত্রে উন্নতি হতে পারে। পরিশ্রম অত্যধিক হতে পারে। পরিবারে ধর্মীয় কাজের যোগ আছে। খরচ বাড়তে পারে। মায়ের সহযোগিতা পেতে পারেন। মেজাজ খিটখিটে থাকার সম্ভাবনা। সন্তান সুখ বৃদ্ধি পেতে পারে। গাড়ি কিনতে পারেন।

মকর: আজ ধৈর্য ধরার চেষ্টা করুন। ব্যবসায় কঠিন সমস্যার মুখোমুখি হতে পারেন। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যস্ত থাকতে পারেন। যাত্রায় লাভের হতে পারে। মানসিক শান্তি থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখুন। পরিবারের কোনও সমস্যা নিয়ে চিন্তিত থাকতে পারেন। চাকরিতে অফিসারদের সহযোগিতা পেতে পারেন।

কুম্ভ: আজ আত্মবিশ্বাসে ভরপুর থাকার সম্ভাবনা। চাকরিতে বা কার্যক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে। আয় বৃদ্ধি পেতে পারে। মেজাজ খিটখিটে থাকার সম্ভাবনা। পরিবারের সহযোগিতা পেতে পারেন। মন অশান্ত থাকার সম্ভাবনা। পরিবারের সমস্যায় চিন্তিত থাকতে পারেন। অনেকদিন ধরে আটকে থাকা অর্থলাভ হতে পারে।

মীন: আজ পঠনপাঠন আগ্রহ থাকার সম্ভাবনা। শিক্ষাক্ষেত্রের জন্য কোথাও যেতে পারেন। খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে আবার কথা হতে পারে। কর্মক্ষেত্রে কঠিন সমস্যার মোকাবিলা করতে হতে পারে। আয়ের নতুন উৎস বিকশিত হতে পারে।

Tags:

Horoscope Today

Daily Horoscope

Daily Astrology

Astrology today

Horoscope

Rashifal

Dainik Rashifal

Daily Rashifal

Astrological prediction

Astrology

Ajker Rashifal

Apnar Rashifal

Horoscope 2022

Bengali Rashifal

Rashifal Bangla

Rashifal Today

Rashifal in Bengali

Aries Horoscope 2022

Taurus Horoscope 2022

Gemini Horoscope 2022

Cancer Horoscope 2022

Leo Horoscope 2022

Virgo Horoscope 2022

Libra Horoscope 2022

Scorpio Horoscope 2022

Sagittarius Horoscope 2022

Capricorn Horoscope 2022

Aquarius Horoscope 2022

Pisces Horoscope 2022

Horoscope Daily

Astrology 2022

Horoscope 2022