img

Follow us on

Sunday, Jan 19, 2025

Horoscope Today, 15 June 2022: আজ নতুন চাকরির সুযোগ এই রাশির জাতকদের, দেখুন আজকের রাশিফল

Ajker Rashifal: কী বলছে আপনার রাশি? কেমন কাটতে পারে আজকের দিন? এক ঝলকে দেখে নিন...

img

আজকের রাশিফল

  2022-06-15 08:42:15

মেষ: আজ অর্থ ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান। আজ কাজের দিকে কোনও প্রকার অনীহা বাড়তে পারে। চাকরিজীবীরা অফিসে সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে।

বৃষ: আজ বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা এড়িয়ে চলুন। হার্টের কোনও সমস্যা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারণে বিবাদ বা তর্ক হতে পারে। আজ ব্যবসায় মন্দা বাড়তে পারে। চাকরিজীবীদের দিনটি ভালই কাটবে। 

মিথুন: আজ গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সম্ভাবনা। স্ত্রীর ব্যাপারে চাপ বৃদ্ধি হতে পারে। ব্যবসা বা কাজের দিকে নতুন দিশার যোগ। বাড়িতে কোনও অশান্তি আজ মিটতে পারে। আপনার আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। আজ দাঁতের কোনও সমস্যা হতে পারে।

কর্কট: আজ উপহার পেতে পারেন। বাইরের কোনও অচেনা লোকের জন্য বিপদের সম্ভাবনা। অতিরিক্ত খরচ হতে পারে। আইনি কোনও কাজের জন্য বিশেষ আলোচনার যোগ। বিবাহের কথাবার্তা বন্ধ রাখা দরকার। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্যের উন্নতি হবে।

সিংহ: আজ মানসিক কষ্ট কাটাবার চেষ্টা করুন। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা। ব্যবসায় চাপ আসার যোগ। শরীরে কোনও যন্ত্রণা বৃদ্ধির আশঙ্কা। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। 

কন্যা: আজ ধর্ম সংক্রান্ত ব্যাপারে ভক্তি বাড়তে পারে। ব্যবসায় মিশ্র ফলের সম্ভাবনা। তর্কে বিপদ বাড়াতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য ভাল খবর আসার যোগ। আজ সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে।

তুলা: আজ অফিসে জটিলতা দেখা দিতে পারে। চাকরিজীবীদের অফিসে আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আগুন থেকে সাবধান থাকুন। খেলাধূলায় সাফল্য যোগ। বিয়ের ব্যাপারে সুখবর আসার সম্ভাবনা। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। বাড়ির পরিবেশ ভাল থাকবে।

বৃশ্চিক: আজ পেটের কোনও সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় চাপ বাড়ার সম্ভাবনা। আজ একটু একা থাকতে ভাল লাগতে পারে। জমি, বাড়ি কেনার প্রস্তাব আসার যোগ রয়েছে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটতে চলেছে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন। 

ধনু: আজ সংসারে সুখের খবর আসার সম্ভাবনা। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ। বুদ্ধির ভুলে সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীরা আজ ভাল ফলাফল পেতে পারেন। মশলাদার খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মকর: আজ শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধির যোগ। চাকরিজীবীরা শীঘ্রই নতুন কোনও সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা বিনিয়োগ করার আগে ভাল করে ভাবনা-চিন্তা করুন। তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।

কুম্ভ: আজ একটু ক্রোধ সংবরণ করতে হতে পারে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনার সম্ভাবনা। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধির যোগ। আর্থিক চাপ আসতে পারে। সকালের দিকে কোনও আঘাত লাগার আশঙ্কা। আজ ব্যবসায়ীদের অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে।

মীন: আজ মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় কোনও নতুন কাজ হতে পারে। পাওনা নিয়ে বিবাদের আশঙ্কা। ভাল কাজের জন্য অফিসে সুনাম বাড়তে পারে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদের সম্ভাবনা। অতিরিক্ত ভোগের ইচ্ছা খরচ বাড়াতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। সঙ্গীর সঙ্গে মতপার্থক্য হতে পারে।

Tags:

Horoscope Today

Daily Horoscope

Daily Astrology

Astrology today

Horoscope

Rashifal

Dainik Rashifal

Daily Rashifal

Astrological prediction

Astrology

Ajker Rashifal

Apnar Rashifal

Horoscope 2022

Bengali Rashifal

Rashifal Bangla

Rashifal Today

Rashifal in Bengali

Aries Horoscope 2022

Taurus Horoscope 2022

Gemini Horoscope 2022

Cancer Horoscope 2022

Leo Horoscope 2022

Virgo Horoscope 2022

Libra Horoscope 2022

Scorpio Horoscope 2022

Sagittarius Horoscope 2022

Capricorn Horoscope 2022

Aquarius Horoscope 2022

Pisces Horoscope 2022

Horoscope Daily

Astrology 2022

Horoscope 2022