img

Follow us on

Sunday, Jan 19, 2025

Horoscope Today, 16 June 2022: আজ প্রাপ্তিযোগ কোন কোন রাশির? দেখুন আজকের রাশিফল

Ajker Rashifal: কী বলছে আপনার রাশি? কেমন কাটতে পারে আজকের দিন? এক ঝলকে দেখে নিন...

img

আজকের রাশিফল

  2022-06-16 08:38:45

মেষ: আজ দূরে কোথাও ভ্রমনের জন্য আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। যাঁরা গান-বাজনা নিয়ে কাজ করেন, তাঁদের জন্য ভাল সময়। রক্তচাপ বাড়তে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ হতে পারে।

বৃষ: আজ আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে। তর্কে জয় লাভ করায় আনন্দ হতে পারে। পরিবারে বদনাম হওয়ার আশঙ্কা রয়েছে। মাথার যন্ত্রণায় ভোগার সম্ভাবনা। অশান্তি থেকে সাবধান থাকুন। ব্যবসার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে।

মিথুন: আজ ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কুকথা বলার জন্য দুঃখবোধ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে।

কর্কট: আজ নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। অর্শ জাতীয় কোনও রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি কোনও খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি হতে পারে।

সিংহ: আজ সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ হতে পারে। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমে বিবাদ বৃদ্ধি পেতে পারে। বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি নিলে লাভ বাড়তে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে।

কন্যা: আজ অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরের কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সম্ভাবনা। ব্যবসায় লাভ হতে পারে। কর্মস্থানে বিশেষ আলোচনায় সম্মান প্রাপ্তি যোগ। ব্যবসায় আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পেতে পারেন।

তুলা: আজ সন্তানদের সঙ্গে কোনও কারণে বিবাদ বাধতে পারে। কোনও কাজের জন্য জনপ্রিয়তা লাভ করতে পারেন। কোনও ছোট্ট অশান্তি পুলিশ পর্যন্ত গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। আজ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে।

বৃশ্চিক: আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। শত্রুরা চক্রান্ত করতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ থাকতে পারে। নিজের অভিজ্ঞতা আজ বেশি না দেখানোই ভাল। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত হতে পারে। নিজের কৌশলে ব্যবসায় অগ্রগতি আনতে পারেন। 

ধনু:  আজ কর্মস্থলে গণ্ডগোলের আশঙ্কা রয়েছে। আজ কঠিন কোনও কাজ করতে সক্ষম হতে পারেন। বাকসংযমী হতে পারলে সংসারে শান্তি থাকার সম্ভাবনা। সন্তানের চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। একাধিক পথে আয়ের যোগ  রয়েছে। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকতে পারে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও দুপুরের দিকে অশু যোগ রয়েছে।

মকর: আজ সন্তানদের নিয়ে চিন্তা হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পাওয়ায় আনন্দ পেতে পারেন। আপনার থেকে ছোট কারও সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপের সম্ভাবনা। মনের মতো মানুষের দেখা পেতে পারেন। আজ গৃহে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার সম্ভাবনা।

কুম্ভ: আজ মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যেতে পারে। অতিরিক্ত কথায় সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে।

মীন: আজ বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা। আজ ধর্ম বিষয়ক আলোচনায় আপনি সুনাম পেতে পারেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনাকাটার জন্য অর্থ খরচ হতে পারে। আজ সারাদিন প্রচুর খাটুনি হতে পারে। কর্মস্থলে আজ আপনার প্রভাব বৃদ্ধি পেতে পারে।

Tags:

Horoscope Today

Daily Horoscope

Daily Astrology

Astrology today

Horoscope

Rashifal

Dainik Rashifal

Daily Rashifal

Astrological prediction

Astrology

Ajker Rashifal

Apnar Rashifal

Horoscope 2022

Bengali Rashifal

Rashifal Bangla

Rashifal Today

Rashifal in Bengali

Aries Horoscope 2022

Taurus Horoscope 2022

Gemini Horoscope 2022

Cancer Horoscope 2022

Leo Horoscope 2022

Virgo Horoscope 2022

Libra Horoscope 2022

Scorpio Horoscope 2022

Sagittarius Horoscope 2022

Capricorn Horoscope 2022

Aquarius Horoscope 2022

Pisces Horoscope 2022

Horoscope Daily

Astrology 2022

Horoscope 2022