কেমন যাবে আজকের দিনটি (বৃহস্পতিবার ১৬/০১/২০২৫)
প্রতিনিধিত্বমূলক ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?
মেষ
১) আপনার কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে।
২) বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন।
৩) দিনটি প্রতিকূল।
বৃষ
১) জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।
২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।
৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।
মিথুন
১) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত।
২) শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে।
৩) বাণীতে সংযম জরুরি।
কর্কট
১) সন্তানের ব্যবহারে আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।
২) শরীরে কোথাও আঘাত লাগার আশঙ্কা রয়েছে।
৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।
সিংহ
১) ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়।
২) মাথাগরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে।
৩) প্রতিকূল কাটবে দিনটি।
কন্যা
১) ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে।
২) ভাই-বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন।
৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।
তুলা
১) উচ্চশিক্ষার্থীদের সামনে ভালো যোগ রয়েছে।
২) পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ।
৩) দিনটি মোটামুটি কাটবে।
বৃশ্চিক
১) অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
২) কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে।
৩) আশাপূরণ।
ধনু
১) কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে।
২) সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ।
৩) ধৈর্য ধরতে হবে।
মকর
১) অবাক করে দেওয়া কোনও সুখবর পেতে পারেন।
২) কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে।
৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।
কুম্ভ
১) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাওয়ায় আনন্দ লাভ।
২) সংসারে শান্তি বজায় থাকবে।
৩) আশা পূরণ।
মীন
১) আপনার রূঢ় আচরণে বাড়িতে বিবাদ বাধতে পারে।
২) ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।
৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।