মাধ্যম নিউজ ডেস্ক: সংস্কার হচ্ছে শতাধিক বছরের পুরনো রেলওভার ব্রিজ। তার জেরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় (Howrah Bardhaman) বেশ কিছু ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। তার জেরে এদিন সকাল থেকেই দুর্ভোগে যাত্রীরা। বিভিন্ন রুটের বাসে বাদুড় ঝোলা ভিড়। জানা গিয়েছে, আপ ও ডাউন মিলিয়ে ৬২টি লোকাল ট্রেন ও ৮২টি মেইল ও এক্সপ্রেস পুরোপুরি বন্ধ থাকছে এদিনের মতো।
রেলওয়ে ওভার ব্রিজ...
১৯০১ সালে বর্ধমান স্টেশনের কাছে তৈরি হয় রেলওয়ে ওভার ব্রিজ। যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে একশো বছরেরও বেশি পুরানো ওই ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় রেল। ২৬ জানুয়ারি থেকে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। পুরো কাজ শেষ করতে সময় লাগবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন।
আরও পড়ুুন: দুর্নীতির কথা কবুল এসএসসির! বাতিল হতে চলেছে ৮০০ শিক্ষকের চাকরি
বৃহস্পতিবার হাওড়া বর্ধমান (Howrah Bardhaman) মেইন ও কর্ড এবং কাটোয়া শাখার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত মেইন লাইনে ১৭ জোড়া, কর্ড লাইনে ১৪ জোড়া এবং মেইল এক্সপ্রেস মিলিয়ে ৪১টি ট্রেন বাতিল থাকবে। যদিও রাজধানী এক্সপ্রেস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন চলাচল করবে ৩ নম্বর লাইন দিয়ে।
হাওড়ার ডিএমআর মণীশ জৈন জানান, বন্দে ভারত কিংবা রাজধানীর এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন বাতিল করা হবে না। এছাড়া বর্ধমানের (Howrah Bardhaman) আগে কর্ড লাইনে মশাগ্রাম ও মেইন লাইনে শক্তিগড় থেকে ১৪ জোড়া করে স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। তিনি জানান, বর্ধমান স্টেশনের পাশের শতাধিক বছরের পুরনো রেল ওভারব্রিজটি ভাঙার কারণে বর্ধমান থেকে একাধিক শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেল সূত্রে খবর, যাত্রীদের কিছুটা সুবিধা দিতে ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি মেইন লাইনে হাওড়া ও শক্তিগড়ের মধ্যে ৪ জোড়া স্পেশাল লোকাল ও হাওড়া এবং মশাগ্রামের মধ্যে ৪ জোড়া স্পেশাল লোকাল চালাবে রেল।
+ There are no comments
Add yours